ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
আরিফিন শুভর প্রশংসায় বলিউডের নাসিরুদ্দিন শাহ

আরিফিন শুভর প্রশংসায় বলিউডের নাসিরুদ্দিন শাহ

  • আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: গত ১৩ অক্টোবর দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর এবার ভারতেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এ উপলক্ষে গত বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন হয়। যেখানে উপস্থিত ছিলেন ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ-সহ সিনেমার কলাকুশলীরা। ভারতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
এদিন পর্দায় সিনেমাটি দেখা শেষে ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ’র প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দু’জনকে হাস্যজ্জল অবস্থায় কথা বলতেও দেখা যায়। বিশেষ প্রদর্শনীর পর সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল বলেন, ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব-কন্যা ছবিটি পছন্দ করেছেন।’ প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের শতাধিক শিল্পী।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

আরিফিন শুভর প্রশংসায় বলিউডের নাসিরুদ্দিন শাহ

আরিফিন শুভর প্রশংসায় বলিউডের নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: গত ১৩ অক্টোবর দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর এবার ভারতেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এ উপলক্ষে গত বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন হয়। যেখানে উপস্থিত ছিলেন ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ-সহ সিনেমার কলাকুশলীরা। ভারতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
এদিন পর্দায় সিনেমাটি দেখা শেষে ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ’র প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দু’জনকে হাস্যজ্জল অবস্থায় কথা বলতেও দেখা যায়। বিশেষ প্রদর্শনীর পর সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল বলেন, ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব-কন্যা ছবিটি পছন্দ করেছেন।’ প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের শতাধিক শিল্পী।