ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
দু’মাসেই ভাঙল জিসুর প্রেম

দু’মাসেই ভাঙল জিসুর প্রেম

  • আপডেট সময় : ০১:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের তারকা শিল্পী জিসু এবং কোরীয় অভিনেতা আন বো হিউনের প্রেম ভেঙে গেছে। সম্পর্ক শুরুর দুই মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীত ও অভিনয় জগতে পরিচিতি পাওয়া দুই শিল্পী। বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন জিসুর প্রতিনিধি। কে-পপ তারকারা সাধারণত তাদের ব্যক্তি জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। বিচ্ছেদের কারণ নিয়ে খুঁটিনাটি কিছু না জানিয়ে কোরীয় সংবাদমাধ্যম বলেছে, জিসু এবং হিউন যে যার ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকেন। একে অপরকে দেওয়ার মত সময় তাদের হাতে কম। এই বাস্তবতায় সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিসু ও হিউন। সোশাল মিডিয়ায় এই দুজনের প্রেমের গুঞ্জন ঘোরাফেরা করছিল গত অগাস্টে। এরপর মিউজিক এজেন্সি ‘ওয়াইজি এন্টাটেইনমেন্ট’ তাদের প্রেমের খবর নিশ্চিত করে। দুই মাস ফুরোতে না ফুরোতে এল তাদের বিচ্ছেদের খবর।
২০২২ সালে টাইম সাময়িকীর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়া ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র চার সদস্যের একজন জিসু গানের আগে আসেন অভিনয়ে। পরে ২০১৬ সালে শিল্পী জেনি, রোজ ও লিসার সঙ্গে গড়ে তোলেন ব্ল্যাকপিংক। চলতি বছরের মার্চে জিসুর একক অ্যালবামস ‘মি’ প্রকাশ হয়েছে। বের হওয়ার মাত্র দুইদিনের মধ্যে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি। ‘সেরা মডেল; হওয়ার স্বপ্ন নিয়ে হিউন দেশের বিনোদন জগতে নাম লেখালেও এখন তিনি টেলিভিশন সিরিজের পরিচিত একজন অভিনেতা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কিত, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

দু’মাসেই ভাঙল জিসুর প্রেম

দু’মাসেই ভাঙল জিসুর প্রেম

আপডেট সময় : ০১:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের তারকা শিল্পী জিসু এবং কোরীয় অভিনেতা আন বো হিউনের প্রেম ভেঙে গেছে। সম্পর্ক শুরুর দুই মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীত ও অভিনয় জগতে পরিচিতি পাওয়া দুই শিল্পী। বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন জিসুর প্রতিনিধি। কে-পপ তারকারা সাধারণত তাদের ব্যক্তি জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। বিচ্ছেদের কারণ নিয়ে খুঁটিনাটি কিছু না জানিয়ে কোরীয় সংবাদমাধ্যম বলেছে, জিসু এবং হিউন যে যার ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকেন। একে অপরকে দেওয়ার মত সময় তাদের হাতে কম। এই বাস্তবতায় সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিসু ও হিউন। সোশাল মিডিয়ায় এই দুজনের প্রেমের গুঞ্জন ঘোরাফেরা করছিল গত অগাস্টে। এরপর মিউজিক এজেন্সি ‘ওয়াইজি এন্টাটেইনমেন্ট’ তাদের প্রেমের খবর নিশ্চিত করে। দুই মাস ফুরোতে না ফুরোতে এল তাদের বিচ্ছেদের খবর।
২০২২ সালে টাইম সাময়িকীর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়া ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’র চার সদস্যের একজন জিসু গানের আগে আসেন অভিনয়ে। পরে ২০১৬ সালে শিল্পী জেনি, রোজ ও লিসার সঙ্গে গড়ে তোলেন ব্ল্যাকপিংক। চলতি বছরের মার্চে জিসুর একক অ্যালবামস ‘মি’ প্রকাশ হয়েছে। বের হওয়ার মাত্র দুইদিনের মধ্যে বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি কপি। ‘সেরা মডেল; হওয়ার স্বপ্ন নিয়ে হিউন দেশের বিনোদন জগতে নাম লেখালেও এখন তিনি টেলিভিশন সিরিজের পরিচিত একজন অভিনেতা।