বিনোদন ডেস্ক: রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘মেঘের কপাট’ সারা দেশে মুক্তি পাচ্ছে আগামী ৩ নভেম্বর। আফরোজা মোমেনের গল্পে চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। বুধবার ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, “যারা সাহিত্য অল্পবিস্তর ভালোবাসেন তাদের সকলের কাছেই ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি আলাদা ভালো লাগা তৈরি করবে। বিশেষত এটি এই সময়ের গল্প হওয়ায় দর্শকরা চলচ্চিত্রটির সঙ্গে সহজেই নিজেদের ভাবনার সংযোগ করতে পারবেন। আর মেঘের কপাট চলচ্চিত্রের অন্যতম বড় বিশেষত্ব হলো এর গানগুলো। আমি বিশ্বাস করি, চলচ্চিত্রটির প্রতিটি গানই দর্শকদের মন ছুঁয়ে যাবে।” সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে শ্রীমঙ্গলে। সিনেমাটির ৫টি গানে কন্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।
‘মেঘের কপাট’ একটি নিখাদ ভালোবাসার গল্প উল্লেখ করে সিনেমাটির অভিনেতা রাকিব হোসেন বলেন, “এই সিনেমা দেখে অভিমানী মানুষগুলো আবার ভালোবাসতে শিখবে। বিরহের মেঘ ঝরিয়ে ভালোবাসার বৃষ্টি নামাবে দর্শকের মনে। তাই যারা চলচ্চিত্রের মাঝে ডুব দিতে চান তাদেরকে বলব এই চলচ্চিত্রটি আসলে আপনাদেরই জন্য।” চলচ্চিত্রটিতে রাকিব ছাড়াও অভিনয় করেছেন সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, রাজু আহসান, আফরোজা মোমেন, জামান সাইফ, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসিসহ আরো অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
ভালোবাসার ‘মেঘের কপাট’ খুলবে ৩ নভেম্বর
ভালোবাসার ‘মেঘের কপাট’ খুলবে ৩ নভেম্বর
জনপ্রিয় সংবাদ


























