বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তিনি আবারও নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে। সিনেমার নাম ‘দরদিয়া’। এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। জানা গেছে, রোববার (২২ অক্টোবর) রাতে আদর আজাদ ও পূজা চেরি দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন ‘দরদিয়া’ সিনেমাটিতে। পূজা বলেন, ‘অসাধারণ একটি গল্পের সিনেমা হবে এটি। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি আমি। আমি যে চরিত্রটি করব, দারুণ একটি চরিত্র। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে সিনেমাটি।’ এর আগে আলোক হাসানের ‘নাকফুল’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এ জুটির আরেকটি সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। এরই মধ্যে একই পরিচালকের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ দুজন।

























