ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বিরতির পর নতুন গানে আনুশেহ আনাদিল

  • আপডেট সময় : ১২:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর নতুন গান করলেন আনুশেহ আনাদিল। বাউল এক্সপ্রেস ব্যান্ডের ভোগাল বাপ্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে প্রকাশিত হয়েছে সেই গান। এর শিরোনাম ‘সুন্দর দুনিয়া’। ইউটিউব, স্পোর্টিফাই, আইটিউন, অ্যামাজন, স্বাধীন মিউজিকে এখন শোনা যাচ্ছে গানটি। ২০২২ সালের জুলাই মাসে গানটির কথা, সুর এবং গিটারের ধুন তৈরি হয়েছে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে। তৈসিফুর রহমান ইমের কম্পোজিশনে স্টুডিও বৃত্ততে রেকর্ডিং হয় গানটির। গিটারে ছিলেন পরশ, ড্রামসে কমল ও পারকাশন করেন ফিলিপ দত্ত। কোরাসের ব্যাক ভোকালে আছেন ফারাবি এবং রিমঝিম। তৈসিফুর রহমান জানান, গানটির মূল কম্পোজিশনে শুরুতে শুধু পুরুষ কণ্ঠ ছিল। তাতে পূর্ণতা পাচ্ছিল না গানটি। তাদের অনুরোধে গানটিতে কণ্ঠ দেন আনুশেহ অনাদিল। কিছু দিনের মধ্যেই তার ভয়েস রেকর্ডিং করা হয়। গুলশানের এলকেজি স্টুডিওতে এই গানের মিক্সসহ বাদবাকি কাজ সম্পন্ন হয়। তিনি আরও জানান, ‘কালা পাখি’ গানের লাবিক কামাল গৌরবের খমকের ছোঁয়ায় গানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। ২০১৮ সালে প্রথম ডিজিটাল অডিও অ্যালবাম প্রকাশ করে বাউল এক্সপ্রেস। একই নামের ওই অ্যালবাম শোনা যাবে ইউটিউবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন গানে আনুশেহ আনাদিল

আপডেট সময় : ১২:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর নতুন গান করলেন আনুশেহ আনাদিল। বাউল এক্সপ্রেস ব্যান্ডের ভোগাল বাপ্পীর সঙ্গে দ্বৈতকণ্ঠে প্রকাশিত হয়েছে সেই গান। এর শিরোনাম ‘সুন্দর দুনিয়া’। ইউটিউব, স্পোর্টিফাই, আইটিউন, অ্যামাজন, স্বাধীন মিউজিকে এখন শোনা যাচ্ছে গানটি। ২০২২ সালের জুলাই মাসে গানটির কথা, সুর এবং গিটারের ধুন তৈরি হয়েছে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে। তৈসিফুর রহমান ইমের কম্পোজিশনে স্টুডিও বৃত্ততে রেকর্ডিং হয় গানটির। গিটারে ছিলেন পরশ, ড্রামসে কমল ও পারকাশন করেন ফিলিপ দত্ত। কোরাসের ব্যাক ভোকালে আছেন ফারাবি এবং রিমঝিম। তৈসিফুর রহমান জানান, গানটির মূল কম্পোজিশনে শুরুতে শুধু পুরুষ কণ্ঠ ছিল। তাতে পূর্ণতা পাচ্ছিল না গানটি। তাদের অনুরোধে গানটিতে কণ্ঠ দেন আনুশেহ অনাদিল। কিছু দিনের মধ্যেই তার ভয়েস রেকর্ডিং করা হয়। গুলশানের এলকেজি স্টুডিওতে এই গানের মিক্সসহ বাদবাকি কাজ সম্পন্ন হয়। তিনি আরও জানান, ‘কালা পাখি’ গানের লাবিক কামাল গৌরবের খমকের ছোঁয়ায় গানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। ২০১৮ সালে প্রথম ডিজিটাল অডিও অ্যালবাম প্রকাশ করে বাউল এক্সপ্রেস। একই নামের ওই অ্যালবাম শোনা যাবে ইউটিউবে।