ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

১১ বছর পর জাতীয় পার্টির সম্মেলন

  • আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় দীর্ঘ ১১ বছর পর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জেলা শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আয়োজন শুরু হয়।পরে উৎসব মুখর পরিবেশে দুপুর সোয়া ১টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্ধোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এরপর সম্মেলনের মঞ্চে আসেন প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্মেলনের প্রধান বক্তা দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। এছাড়া বিশেষ অতিথি আছেন, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিসহ শীর্ষ নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আব্দুর রশীদ সরকার। সম্মেলনে কেন্দ্রীয় ছাড়া রংপুর বিভাগ ও গাইবান্ধা জেলার নেতারা বক্তব্য রাখছেন। দীর্ঘ ১১ বছর পর এই সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই জেলার সাত উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে আসেন শত শত নেতাকর্মী। নেতাকর্মীরা আশা করছেন এই সম্মেলন জেলার জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। তৃণমূলসহ সব পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করতে এবার জেলা কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের সুযোগ দেওয়ার দাবি করেন তারা। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সরওয়ার হোসেন শাহিন বলেন, উৎসাহ-উদ্দীপনায় সম্মেলনে হাজার-হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করবে জাতীয় পার্টি কতটা শক্তিশালী। সম্মেলন শেষে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। সেখানে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের বিষয়ে সিন্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতারা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১১ বছর পর জাতীয় পার্টির সম্মেলন

আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় দীর্ঘ ১১ বছর পর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জেলা শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আয়োজন শুরু হয়।পরে উৎসব মুখর পরিবেশে দুপুর সোয়া ১টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্ধোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এরপর সম্মেলনের মঞ্চে আসেন প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্মেলনের প্রধান বক্তা দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। এছাড়া বিশেষ অতিথি আছেন, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিসহ শীর্ষ নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আব্দুর রশীদ সরকার। সম্মেলনে কেন্দ্রীয় ছাড়া রংপুর বিভাগ ও গাইবান্ধা জেলার নেতারা বক্তব্য রাখছেন। দীর্ঘ ১১ বছর পর এই সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই জেলার সাত উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে আসেন শত শত নেতাকর্মী। নেতাকর্মীরা আশা করছেন এই সম্মেলন জেলার জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। তৃণমূলসহ সব পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করতে এবার জেলা কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের সুযোগ দেওয়ার দাবি করেন তারা। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সরওয়ার হোসেন শাহিন বলেন, উৎসাহ-উদ্দীপনায় সম্মেলনে হাজার-হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করবে জাতীয় পার্টি কতটা শক্তিশালী। সম্মেলন শেষে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। সেখানে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের বিষয়ে সিন্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতারা।