ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

রাজনীতি ছাড়লেও এমপি থাকছেন বাবুল সুপ্রিয়!

  • আপডেট সময় : ১২:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদ হারিয়ে রাজনীতি ও পার্লামেন্টের আসন ছাড়ার ঘোষণা দিয়ে তা থেকে সরে এসেছেন বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গের এই এমপি জানিয়েছেন রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন তিনি। আসানসোল আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন বলিউডের গায়ক থেকে রাজনীতিতে আসা বাবুল। সোমবার বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের পর পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব হারান বিজেপির এমপি বাবুল সুপ্রিয়। গত শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্টাটাস দিয়ে রাজনীতি ও এমপি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।
ওই সময় ফেসবুক পোস্টে বাবুল লেখেন, ‘আমি যাচ্ছি… বিদায়…আপনি সামাজিক কাজ করতে চাইলে, রাজনীতিতে না থেকেও করতে পারবেন।’ কয়েকজন রাজনৈতিক বিরোধী বাবুলের এই ঘোষণার সমালোচনা করেন। যেমন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বাবুলের এই ঘোষণা ‘নাটক।’
দুই দিনের মাথায় নিজের অবস্থান বদলে ফেলেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘এমপি হিসেবে কাজ চালিয়ে যাবো কিন্তু রাজনীতি ছাড়ছি। সাংবিধানিক পদ ব্যবহার করা চালিয়ে যাবো। রাজনীতিতে সক্রিয় না থেকে আমি সাংবিধানিক দায়িত্ব পালন করবো।’ তিনি বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। বাংলো ছেড়ে দিচ্ছি আর কলকাতা কিংবা মুম্বাইয়ে চলে যাবো।’
ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় স্বীকার করেন গত মাসে মন্ত্রিসভায় রদবদলে অবস্থান হারানোর কারণেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বছরের বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে প্রার্থী হন বাবুল সুপ্রিয়। কিন্তু প্রায় ৫০ হাজার ভোটে হেরে যান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

রাজনীতি ছাড়লেও এমপি থাকছেন বাবুল সুপ্রিয়!

আপডেট সময় : ১২:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদ হারিয়ে রাজনীতি ও পার্লামেন্টের আসন ছাড়ার ঘোষণা দিয়ে তা থেকে সরে এসেছেন বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গের এই এমপি জানিয়েছেন রাজনীতিতে সক্রিয় না থাকলেও সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবেন তিনি। আসানসোল আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছেন বলিউডের গায়ক থেকে রাজনীতিতে আসা বাবুল। সোমবার বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় রদবদলের পর পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব হারান বিজেপির এমপি বাবুল সুপ্রিয়। গত শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্টাটাস দিয়ে রাজনীতি ও এমপি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি।
ওই সময় ফেসবুক পোস্টে বাবুল লেখেন, ‘আমি যাচ্ছি… বিদায়…আপনি সামাজিক কাজ করতে চাইলে, রাজনীতিতে না থেকেও করতে পারবেন।’ কয়েকজন রাজনৈতিক বিরোধী বাবুলের এই ঘোষণার সমালোচনা করেন। যেমন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বাবুলের এই ঘোষণা ‘নাটক।’
দুই দিনের মাথায় নিজের অবস্থান বদলে ফেলেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘এমপি হিসেবে কাজ চালিয়ে যাবো কিন্তু রাজনীতি ছাড়ছি। সাংবিধানিক পদ ব্যবহার করা চালিয়ে যাবো। রাজনীতিতে সক্রিয় না থেকে আমি সাংবিধানিক দায়িত্ব পালন করবো।’ তিনি বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। বাংলো ছেড়ে দিচ্ছি আর কলকাতা কিংবা মুম্বাইয়ে চলে যাবো।’
ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় স্বীকার করেন গত মাসে মন্ত্রিসভায় রদবদলে অবস্থান হারানোর কারণেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বছরের বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে প্রার্থী হন বাবুল সুপ্রিয়। কিন্তু প্রায় ৫০ হাজার ভোটে হেরে যান তিনি।