ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
পুলিশ কর্মকর্তার কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

পুলিশ কর্মকর্তার কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

  • আপডেট সময় : ০২:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এক কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার অবৈধ সম্পদ উপার্জন করে ভোগদখলে রাখার অভিযোগে মো. শাহ আলম নামে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত শাহ আলম কুমিল্লার মুরাদনগর থানার নহল গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি বর্তমানে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৬ নম্বর রোডের ক্রাউন ভ্যালি এলাকায় থাকেন। পরিদর্শক শাহ আলম চট্টগ্রাম জেলা পুলিশের ইনটেলিজেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, অনুসন্ধানের সাবেক পুলিশ কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলায় একজনকে আসামি করা হয়েছে। তদন্তের সময় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আসামি হিসেবে যুক্ত করা হবে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুলিশ কর্মকর্তার কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

পুলিশ কর্মকর্তার কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

আপডেট সময় : ০২:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : এক কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার অবৈধ সম্পদ উপার্জন করে ভোগদখলে রাখার অভিযোগে মো. শাহ আলম নামে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত শাহ আলম কুমিল্লার মুরাদনগর থানার নহল গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি বর্তমানে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৬ নম্বর রোডের ক্রাউন ভ্যালি এলাকায় থাকেন। পরিদর্শক শাহ আলম চট্টগ্রাম জেলা পুলিশের ইনটেলিজেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, অনুসন্ধানের সাবেক পুলিশ কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলায় একজনকে আসামি করা হয়েছে। তদন্তের সময় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আসামি হিসেবে যুক্ত করা হবে।