ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

চীনে প্রবল বন্যায় তিন শতাধিক মৃত্যু

  • আপডেট সময় : ০১:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হেনান প্রদেশের গত মাসের ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। এখনও ৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
গতকাল সোমবার ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত মাসে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়ে চীনের হেনান প্রদেশ। বানের পানিতে ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্ত হয়ে গেছে ৯ হাজার বাড়ি-ঘর। এদের মধ্যে ঝেংঝৌ শহরের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন।
সোমবার ঝেংঝৌ এবং হু হং-এর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানিয়েছে, গাড়ির পার্কিং এর নিচে আরও ৩৯ জনের লাশ পাওয়া গেছে। এছাড়া সাবওয়েতে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা গেছে।

প্রবল বন্যায় হেনানের রেলওয়ে, সড়কসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট হয়েছে। এখনও সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি সরকার। অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির নিচে রয়েছে বহু জায়গা। পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দিল্লির মতো ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ কমিশনের

চীনে প্রবল বন্যায় তিন শতাধিক মৃত্যু

আপডেট সময় : ০১:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হেনান প্রদেশের গত মাসের ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। এখনও ৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
গতকাল সোমবার ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত মাসে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়ে চীনের হেনান প্রদেশ। বানের পানিতে ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্ত হয়ে গেছে ৯ হাজার বাড়ি-ঘর। এদের মধ্যে ঝেংঝৌ শহরের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন।
সোমবার ঝেংঝৌ এবং হু হং-এর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানিয়েছে, গাড়ির পার্কিং এর নিচে আরও ৩৯ জনের লাশ পাওয়া গেছে। এছাড়া সাবওয়েতে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা গেছে।

প্রবল বন্যায় হেনানের রেলওয়ে, সড়কসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট হয়েছে। এখনও সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি সরকার। অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির নিচে রয়েছে বহু জায়গা। পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।