ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
তালের গড়গড়া পিঠা তৈরির রেসিপি

তালের গড়গড়া পিঠা তৈরির রেসিপি

  • আপডেট সময় : ১১:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো হড়গড় পিঠা। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করতে পারবেন এই পিঠা। ঝুমুর’স কিচেন-এর সৌজন্যে খুবই সুস্বাদু গড়গড় পিঠা তৈরির রেসিপি জানানো হলো।
উপকরণ: ১. তালের ক্বাথ ১ কাপ ২. চিনি আধা কাপ ৩. লবণ সামান্য ৪. ঘি ১ টেবিল চামচ ৫. কোড়ানো নারকেল আধা কাপ ৬. ঘন তরল দুধ আধা কাপ ও ৭. চালের গুঁড়া পরিমাণমতো।
পদ্ধতি: প্রথমে চুলায় প্যান বসিয়ে অল্প আঁচে ১-৬ নং পর্যন্ত সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নি। এরপর ফুটে উঠলেই তাতে দিয়ে দিন চালের গুঁড়া। তারপর তালের ক্বাথের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নেড়ে সেদ্ধ করে একটি ডো তৈরি করে নিতে হবে। রুটি বানানোর জন্য যেভাবে আটা ময়দা সেদ্ধ করা হয় এই পিঠার ডো ও একইভাবে সেদ্ধ করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। ডো নরম করে মাখিয়ে নিলে পিঠা সুন্দর হবে। মাখানো হয়ে গেলে অল্প অল্প ডো হাতে নিয়ে রুটি বানানো পিঁড়ির উপর রেখে হালকা হাতে চেপে পিঠার দু’পাশের মাথাটা একটু চিকন করে দিন। হাতে কাটা চসি পিঠা/সেমাই পিঠা যেমন হয় এই পিঠাটা দেখতে তেমনই হয়। সেমাই পিঠা একটু ছোট আর এগুলো তার চেয়ে একটু বড়। হাতের কাছে কলা গাছের ছোলা থাকলে ছালের উপরের পাতলা খোসাটা ফেলে দিলে ভেতরে দেখতে জালি জালি হয়। সেই জালির উপর পিঠার ডো রেখে হালকা হাতে চেপে টান দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আবার বাসায় যে প্লাস্টিকের চালনি থাকে তাতে ও ডিজাইন করে নেয়া যায়। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে ভাঁপে দিতে হবে। ভাঁপ দেওয়ার পাত্রে পাতলা নরম একটা কাপড় বিছিয়ে তার উপর সবগুলো পিঠা দিয়ে/রেখে ঢেকে দিন। ১৫/২০ মিনিট ভাঁপ দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে তালের গড়গড়া পিঠা।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালের গড়গড়া পিঠা তৈরির রেসিপি

তালের গড়গড়া পিঠা তৈরির রেসিপি

আপডেট সময় : ১১:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো হড়গড় পিঠা। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করতে পারবেন এই পিঠা। ঝুমুর’স কিচেন-এর সৌজন্যে খুবই সুস্বাদু গড়গড় পিঠা তৈরির রেসিপি জানানো হলো।
উপকরণ: ১. তালের ক্বাথ ১ কাপ ২. চিনি আধা কাপ ৩. লবণ সামান্য ৪. ঘি ১ টেবিল চামচ ৫. কোড়ানো নারকেল আধা কাপ ৬. ঘন তরল দুধ আধা কাপ ও ৭. চালের গুঁড়া পরিমাণমতো।
পদ্ধতি: প্রথমে চুলায় প্যান বসিয়ে অল্প আঁচে ১-৬ নং পর্যন্ত সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নি। এরপর ফুটে উঠলেই তাতে দিয়ে দিন চালের গুঁড়া। তারপর তালের ক্বাথের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নেড়ে সেদ্ধ করে একটি ডো তৈরি করে নিতে হবে। রুটি বানানোর জন্য যেভাবে আটা ময়দা সেদ্ধ করা হয় এই পিঠার ডো ও একইভাবে সেদ্ধ করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। ডো নরম করে মাখিয়ে নিলে পিঠা সুন্দর হবে। মাখানো হয়ে গেলে অল্প অল্প ডো হাতে নিয়ে রুটি বানানো পিঁড়ির উপর রেখে হালকা হাতে চেপে পিঠার দু’পাশের মাথাটা একটু চিকন করে দিন। হাতে কাটা চসি পিঠা/সেমাই পিঠা যেমন হয় এই পিঠাটা দেখতে তেমনই হয়। সেমাই পিঠা একটু ছোট আর এগুলো তার চেয়ে একটু বড়। হাতের কাছে কলা গাছের ছোলা থাকলে ছালের উপরের পাতলা খোসাটা ফেলে দিলে ভেতরে দেখতে জালি জালি হয়। সেই জালির উপর পিঠার ডো রেখে হালকা হাতে চেপে টান দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আবার বাসায় যে প্লাস্টিকের চালনি থাকে তাতে ও ডিজাইন করে নেয়া যায়। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে ভাঁপে দিতে হবে। ভাঁপ দেওয়ার পাত্রে পাতলা নরম একটা কাপড় বিছিয়ে তার উপর সবগুলো পিঠা দিয়ে/রেখে ঢেকে দিন। ১৫/২০ মিনিট ভাঁপ দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে তালের গড়গড়া পিঠা।