ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শুরু হলো পরীমনির ‘ডোডোর গল্প’

শুরু হলো পরীমনির ‘ডোডোর গল্প’

  • আপডেট সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সন্তান জন্মের কারণে প্রায় দুই বছর শুটিং থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। মাঝে পারিবারিক কারণে বহুবার আলোচনায় এসেছেন। সম্প্রতি স্বামী শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েও আলোচনার জন্ম দিয়েছেন। রাজ-পরীর সন্তান রাজ্যের বয়স পেরিয়েছে এক বছর। প্রায় দুই বছরের বিরতি ভেঙে ফের শুটিং সেটে ফিরলেন নায়িকা। এই অধ্যায়কে পরীমনি মনে করছেন, তার জীবনের দ্বিতীয় ইনিংস। রোববার ‘ডোডোর গল্প-ঝঃড়ৎু ড়ভ উড়ফড়’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্যধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের। পরীমনি বলেন, ‘ডোডোর গল্প’ অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে আমাকে দেখা যাবে। অনেক দিন পর সিনেমার শুটিংয়ে ফিরে ভালো লাগছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শুরু হলো পরীমনির ‘ডোডোর গল্প’

শুরু হলো পরীমনির ‘ডোডোর গল্প’

আপডেট সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক: সন্তান জন্মের কারণে প্রায় দুই বছর শুটিং থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। মাঝে পারিবারিক কারণে বহুবার আলোচনায় এসেছেন। সম্প্রতি স্বামী শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েও আলোচনার জন্ম দিয়েছেন। রাজ-পরীর সন্তান রাজ্যের বয়স পেরিয়েছে এক বছর। প্রায় দুই বছরের বিরতি ভেঙে ফের শুটিং সেটে ফিরলেন নায়িকা। এই অধ্যায়কে পরীমনি মনে করছেন, তার জীবনের দ্বিতীয় ইনিংস। রোববার ‘ডোডোর গল্প-ঝঃড়ৎু ড়ভ উড়ফড়’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম প্রমুখ। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্যধারণ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের। পরীমনি বলেন, ‘ডোডোর গল্প’ অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে আমাকে দেখা যাবে। অনেক দিন পর সিনেমার শুটিংয়ে ফিরে ভালো লাগছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।