ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বিশ্বকাপের পর্দা উঠছে আজ

  • আপডেট সময় : ০২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতে আসন্ন বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার। তবে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার আয়োজন করা হয়েছে ক্যাপ্টেনস ডে’র। অংশগ্রহণকারী ১০টি দলের অধিনায়করা থাকবেন এই অনুষ্ঠানে। সব অধিনায়ককে একই ফ্রেমে এনে করা হবে ফটোশ্যুট। পরে সংবাদ সম্মেলনে যোগ দেবেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংশয় প্রকাশ করা হয়েছিল। যে কারণে এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা থাকলেও সেটা বাতিল করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে।
আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনাল ম্যাচের আগে আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের। শুধু তাই নয়, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগেও একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল অংশগ্রহণ করবে। ভারতের ১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে শেষ হবে প্রথমপর্বের খেলা। যেখানে প্রতিটি দল বাকি ৯টি দলের সাথে একবার করে মুখোমুখি হবে। যে চার দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা সেমিফাইনালে যাবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বিশ্বকাপের পর্দা উঠছে আজ

আপডেট সময় : ০২:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

ক্রীড়া ডেস্ক : ভারতে আসন্ন বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার। তবে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার আয়োজন করা হয়েছে ক্যাপ্টেনস ডে’র। অংশগ্রহণকারী ১০টি দলের অধিনায়করা থাকবেন এই অনুষ্ঠানে। সব অধিনায়ককে একই ফ্রেমে এনে করা হবে ফটোশ্যুট। পরে সংবাদ সম্মেলনে যোগ দেবেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংশয় প্রকাশ করা হয়েছিল। যে কারণে এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা থাকলেও সেটা বাতিল করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে।
আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনাল ম্যাচের আগে আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের। শুধু তাই নয়, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগেও একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল অংশগ্রহণ করবে। ভারতের ১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে শেষ হবে প্রথমপর্বের খেলা। যেখানে প্রতিটি দল বাকি ৯টি দলের সাথে একবার করে মুখোমুখি হবে। যে চার দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা সেমিফাইনালে যাবে।