ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ইনস্টাগ্রামেও টিকতে পারবেন কিনা সন্দিহান কঙ্গনা

  • আপডেট সময় : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • ২০০ বার পড়া হয়েছে


বিনোদন ডেস্ক : একের পর এক বিতর্কিত পোস্ট দেওয়ায় ইতোমধ্যে টুইটারে নিষিদ্ধ হয়েছেন বলিউডের ‘বিতর্কের রানি’ কঙ্গনা রনৌত। এবার ইনস্টাগ্রাম থেকেও সরিয়ে ফেলা হয়েছে তার একটি বিতর্কিত পোস্ট। ‘মণিকর্ণিকা’ খ্যাত অভিনেত্রী কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন গত শনিবার (৮ মে) সকালে। রোববার সেই পোস্ট মুছে দেওয়া হয়েছে। কঙ্গনা রানাউতের দাবি, এ সবের পিছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’। শনিবার সকালে তিনি ইনস্টাগ্রামে নিজের সংক্রমিত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, ‘এই রোগ কিছু সময়ের সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’। কঙ্গনা আরও দাবি করেছিলেন, এই ভাইরাসকে তিনি ধ্বংস করবেন। মানুষকে তার উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’। তারপরেই রোববার দুপুরে কঙ্গনার নতুন পোস্ট। জানা গেল, তার আগের পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সেই খবরটি দিয়ে কঙ্গনার দাবি, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এবারে জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’। তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তার উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কিনা তার সন্দেহ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইনস্টাগ্রামেও টিকতে পারবেন কিনা সন্দিহান কঙ্গনা

আপডেট সময় : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১


বিনোদন ডেস্ক : একের পর এক বিতর্কিত পোস্ট দেওয়ায় ইতোমধ্যে টুইটারে নিষিদ্ধ হয়েছেন বলিউডের ‘বিতর্কের রানি’ কঙ্গনা রনৌত। এবার ইনস্টাগ্রাম থেকেও সরিয়ে ফেলা হয়েছে তার একটি বিতর্কিত পোস্ট। ‘মণিকর্ণিকা’ খ্যাত অভিনেত্রী কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন গত শনিবার (৮ মে) সকালে। রোববার সেই পোস্ট মুছে দেওয়া হয়েছে। কঙ্গনা রানাউতের দাবি, এ সবের পিছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’। শনিবার সকালে তিনি ইনস্টাগ্রামে নিজের সংক্রমিত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, ‘এই রোগ কিছু সময়ের সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’। কঙ্গনা আরও দাবি করেছিলেন, এই ভাইরাসকে তিনি ধ্বংস করবেন। মানুষকে তার উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’। তারপরেই রোববার দুপুরে কঙ্গনার নতুন পোস্ট। জানা গেল, তার আগের পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সেই খবরটি দিয়ে কঙ্গনার দাবি, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এবারে জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’। তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তার উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কিনা তার সন্দেহ।