ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া শর্তের জন্য জানাই ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কারা থাকছেন বাংলাদেশ দলে। প্রথম ম্যাচের দুই দিন আগে জৈব সুরক্ষা বলয়ে থাকা ১৭ জনকে রেখেই দল ঘোষণা করে আনুষ্ঠানিকতা সেরেছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা রোববার মাঝরাতে জানায়, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সুরক্ষা বলয়ে থাকা সবাই আছেন টি-টোয়েন্টি দলে। পরিস্থিতি স্বাভাবিক হলে ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ে থেকে ফিরে আসতেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। কিন্তু মহামারীকালে সতর্কতার অংশ হিসেবে তাদের রেখে দেওয়া হয়েছিল স্কোয়াডের সঙ্গেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের রেখেই দল দিয়েছেন নির্বাচকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে এটাই তাদের প্রথম দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান,মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।
বলয়ে থাকা সবাইকে নিয়ে বাংলাদেশ দল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ