ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মহামারিকালে গুগলের আয় বাড়লো ৬২ শতাংশ

  • আপডেট সময় : ০৯:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: মহামারিতে অনেকে পথে বসলেও গুগলের হিসাবটা একটু আলাদা। এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের রেভিনিউ দাঁড়িয়েছে ৬১.৯ বিলিয়ন ডলারে। শতকরা হিসেবে এটি ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এতে প্রতিষ্ঠানটির লাভ দ্বিগুণ হয়ে ১৮.৫ বিলিয়ন ডলারে ঠেকেছে। ফলে তার স্টক বৃদ্ধি পেয়েছে তিন শতাংশ।

বিবিসি জানায়, এই ঊর্ধ্বগতির বেশিরভাগই মূলত বিজ্ঞাপন ব্যবসার কারণে যার পরিমাণ প্রায় ৫০.৪ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ বেশি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী প্রধান সুন্দর পিচাই প্রশংসা করে বলেন, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ এবং ক্লাউড ব্যবসার ঊর্ধ্বগতি এই সাফল্যের কারণ। গত বছর এই সময় যেখানে ব্যবসা নেমে ১.৪ বিলিয়ন থেকে ৫৯১ মিলিয়নে পৌঁছেছিল সেখানে ক্লাউডের রেভিনিউ ৫৪ শতাংশ বেড়ে ৪.৬ বিলিয়নে ঠেকেছে।

তিনি আরও বলেন, এই সময়ে মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবসা বাড়ে। এবং আমরা গর্বিত যে বিভিন্ন ক্রেতা এবং ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করতে পেরেছি। এআই এবং ক্লাউডে আমাদের দীর্ঘ মেয়াদী বিনিয়োগ আমাদের সফলতাই এনে দিয়েছে। তিনি বলেন, মহামারির প্রকোপ এখনও পৃথিবীর অনেক দেশেই রয়েছে। আমি সবাইকে উৎসাহিত করব ভ্যাকসিন হাতের নাগালে আসলেই তা যেনও সবাই গ্রহণ করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মহামারিকালে গুগলের আয় বাড়লো ৬২ শতাংশ

আপডেট সময় : ০৯:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

প্রযুক্তি ডেস্ক: মহামারিতে অনেকে পথে বসলেও গুগলের হিসাবটা একটু আলাদা। এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের রেভিনিউ দাঁড়িয়েছে ৬১.৯ বিলিয়ন ডলারে। শতকরা হিসেবে এটি ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এতে প্রতিষ্ঠানটির লাভ দ্বিগুণ হয়ে ১৮.৫ বিলিয়ন ডলারে ঠেকেছে। ফলে তার স্টক বৃদ্ধি পেয়েছে তিন শতাংশ।

বিবিসি জানায়, এই ঊর্ধ্বগতির বেশিরভাগই মূলত বিজ্ঞাপন ব্যবসার কারণে যার পরিমাণ প্রায় ৫০.৪ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ বেশি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী প্রধান সুন্দর পিচাই প্রশংসা করে বলেন, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ এবং ক্লাউড ব্যবসার ঊর্ধ্বগতি এই সাফল্যের কারণ। গত বছর এই সময় যেখানে ব্যবসা নেমে ১.৪ বিলিয়ন থেকে ৫৯১ মিলিয়নে পৌঁছেছিল সেখানে ক্লাউডের রেভিনিউ ৫৪ শতাংশ বেড়ে ৪.৬ বিলিয়নে ঠেকেছে।

তিনি আরও বলেন, এই সময়ে মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবসা বাড়ে। এবং আমরা গর্বিত যে বিভিন্ন ক্রেতা এবং ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করতে পেরেছি। এআই এবং ক্লাউডে আমাদের দীর্ঘ মেয়াদী বিনিয়োগ আমাদের সফলতাই এনে দিয়েছে। তিনি বলেন, মহামারির প্রকোপ এখনও পৃথিবীর অনেক দেশেই রয়েছে। আমি সবাইকে উৎসাহিত করব ভ্যাকসিন হাতের নাগালে আসলেই তা যেনও সবাই গ্রহণ করে।