ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

জুনে টিকা পাবে শিশু-কিশোররা

  • আপডেট সময় : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আগামী জুনে ইউরোপের ১২ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা করোনার টিকা পেতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ফাইজার-বায়োএনটেক এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি উগুর সাহিন জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইজেলকে জানিয়েছেন, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য পাঠাতে এই টিকা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই টিকার ট্রায়ালের তথ্য মূল্যায়নে গড়ে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। রোগ প্রতিরোধ মতা গড়ে তোলা এবং মহামারির অবসানের দিক থেকে গুরুত্বপূর্ণ পদপে হিসাবে দেখা হয় শিশুদের টিকা দেওয়ার বিষয়টিকে। আগামী শিাবর্ষ শুরুর আগে শিশুরা টিকা পেলে এটি অভিভাবকদের ওপর ব্যাপক পরিমাণে চাপ কমাবে। চলতি মাসের শুরুর দিকে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের করোনার টিকার জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রে আবেদন করেছিল ফাইজার। আগামী বুধবার একই ধরনের অনুমোদনের জন্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কাছে আবেদন করা হবে বলে জানান সাহিন। গত মার্চে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ওপর করোনার টিকা শতভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ছয় মাসের বেশি বয়সী শিশুদের করোনার টিকার অনুমোদনের জন্যও কাজ চলছে বলে জানিয়েছিল যৌথ প্রতিষ্ঠানটি। সাহিন বলেন, ‘জুলাইয়ে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের ট্রায়ালের ফলাফল হাতে আসবে এবং এরচেয়ে কম বয়সীদের ফল আসবে সেপ্টেম্বরে।’ চলমান ট্রায়ালের ফলাফল অনেক বেশি উৎসাহব্যঞ্জক বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

জুনে টিকা পাবে শিশু-কিশোররা

আপডেট সময় : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

প্রত্যাশা ডেস্ক : আগামী জুনে ইউরোপের ১২ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা করোনার টিকা পেতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ফাইজার-বায়োএনটেক এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি উগুর সাহিন জার্মান সংবাদমাধ্যম ডের স্পাইজেলকে জানিয়েছেন, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদনের জন্য পাঠাতে এই টিকা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই টিকার ট্রায়ালের তথ্য মূল্যায়নে গড়ে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। রোগ প্রতিরোধ মতা গড়ে তোলা এবং মহামারির অবসানের দিক থেকে গুরুত্বপূর্ণ পদপে হিসাবে দেখা হয় শিশুদের টিকা দেওয়ার বিষয়টিকে। আগামী শিাবর্ষ শুরুর আগে শিশুরা টিকা পেলে এটি অভিভাবকদের ওপর ব্যাপক পরিমাণে চাপ কমাবে। চলতি মাসের শুরুর দিকে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের করোনার টিকার জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রে আবেদন করেছিল ফাইজার। আগামী বুধবার একই ধরনের অনুমোদনের জন্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কাছে আবেদন করা হবে বলে জানান সাহিন। গত মার্চে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ওপর করোনার টিকা শতভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ছয় মাসের বেশি বয়সী শিশুদের করোনার টিকার অনুমোদনের জন্যও কাজ চলছে বলে জানিয়েছিল যৌথ প্রতিষ্ঠানটি। সাহিন বলেন, ‘জুলাইয়ে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের ট্রায়ালের ফলাফল হাতে আসবে এবং এরচেয়ে কম বয়সীদের ফল আসবে সেপ্টেম্বরে।’ চলমান ট্রায়ালের ফলাফল অনেক বেশি উৎসাহব্যঞ্জক বলেও জানিয়েছেন তিনি।