সভাপতি সাঈদ সম্পাদক জাহাঙ্গীর : ফের একে এম সাঈদ হোসেনকে সভাপতি ও মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে পাইকগাছা সমিতি ঢাকা-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর আনুষ্ঠানিক নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সকল পদের প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের গ্র্যান্ডপ্লাজায় সমিতির স্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
আগামী দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির জন্য এবারের নির্বাচিতরা হলেন-সভাপতি একেএম সাঈদ হোসেন, সহ-সভাপতি মুন্সী সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সব্যসাচী মন্ডল, মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ আল মামুন ও দেবাশীষ মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক নিউটন কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদ আলী গাজী, কোষাধ্যক্ষ তারিকুল হাসান, প্রচার সম্পাদক গাজী মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আল মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুখদেব কুমার সানা, সমাজ কল্যাণ সম্পাদক সরদার ফারুক হোসেন, শিক্ষা সম্পাদক সেলিমুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক এসএম ইউনুছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক আয়শা আখতার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা হামিদ, সদস্য এসএম খুরশীদ আলম, সমীর কুমার বিশ্বাস, রুহুল আমিন, শেখ আব্দুল মজিদ, এসএম নজরুল ইসলাম ও সাহিদুল ইসলাম।
এই কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএডিসি’র মহাব্যবস্থাপক গাজী আব্দুস সাত্তার, নির্বাচন কমিশনার ছিলেন বিএমএ’র দপ্তর সম্পাদক ড. শেখ মোহাঃ শহীদ উল্ল্যাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ আইয়ুব আলী।