ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

আবারও বিয়ে করবেন স্বাগতা

  • আপডেট সময় : ০১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা জিনাত সানু স্বাগতা। সবাই তাকে স্বাগতা নামে চেনেন। অভিনয়, উপস্থাপনার পাশাপাশি গানও করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরেবেন। এবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতা। গণমাধ্যমকে স্বাগতা জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে আবারও বিয়ে করবেন তিনি। যদিও হবু বরের সম্পর্কে কিছু জানাননি এ তারকা। তবে শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, তার সঙ্গে একাধিক গানে অংশ নেওয়া হাসান আজাদকেই বিয়ে করবেন তিনি। জিনাত সানু স্বাগতা সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেল জীবনই উপভোগ করছেন স্বাগতা। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ শিল্পী। এদিকে গত জুন মাসে মুক্তি পেয়েছে স্বাগতার নতুন গান ‘সে সামথিং’। গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আবারও বিয়ে করবেন স্বাগতা

আপডেট সময় : ০১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন প্রতিবেদক: নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা জিনাত সানু স্বাগতা। সবাই তাকে স্বাগতা নামে চেনেন। অভিনয়, উপস্থাপনার পাশাপাশি গানও করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাজ শেষে কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরেবেন। এবার নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতা। গণমাধ্যমকে স্বাগতা জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে আবারও বিয়ে করবেন তিনি। যদিও হবু বরের সম্পর্কে কিছু জানাননি এ তারকা। তবে শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, তার সঙ্গে একাধিক গানে অংশ নেওয়া হাসান আজাদকেই বিয়ে করবেন তিনি। জিনাত সানু স্বাগতা সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেল জীবনই উপভোগ করছেন স্বাগতা। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ শিল্পী। এদিকে গত জুন মাসে মুক্তি পেয়েছে স্বাগতার নতুন গান ‘সে সামথিং’। গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে। ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।