ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামে গাছ কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী উপজেলার বিনোদপুর গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, সকাল থেকে উপজেলার রাকড়া গ্রামে অন্যান্য শ্রমিকদের সঙ্গে গাছ কাটছিলেন শাজাহান আলী। দুপুরে গাছ কাটার সময় ডাল পড়ে বিদ্যুতের তারের উপর। এ সময় তিনি গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।