ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চাঁদপুর লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

  • আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের লঞ্চঘাটে সকালে যাত্রীর উপচেপড়া ভিড় থাকলেও বিকেলে ফাঁকা হয়ে যায়। গতকাল রোববার সকাল ৯টার পর হাজার হাজার যাত্রী ঘাটে জড়ো হলেও ধীরে ধীরে যাত্রীদের উপস্থিতি কমতে থাকে। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না যাত্রী। জানা গেছে, রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। পরে রোববার দুপুর ১২টার দিকে সোমবার (২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত লঞ্চ চালু রাখার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এমন সিদ্ধান্ত নিলেও অনেক যাত্রী না জানার কারণে দুপুরের পর আর ঘাটে আসেনি। এতেই যাত্রী চাপ কমেছে অনেকটা। গতকাল রোববার বিকেল ৪টায় লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ইমাম হাসান নামের একটি লঞ্চ যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। লঞ্চটি সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে ঘাটে কোনো যাত্রী দেখা যায়নি। লঞ্চের মালিক প্রতিনিধি আজগর আলী বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সিদ্ধান্ত দিয়েছিল সরকার। ফলে সকালে যাত্রী চাপ থাকায় অনেকে বিভিন্ন মাধ্যমে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তবে বিআইডব্লিউটিএ’র শেষ মুহূর্তে সোমবার ভোর ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা জানায়। কিন্তু অনেকেই তা জানে না। ফলে দুপুরের পর থেকে যাত্রী উপস্থিতি একেবারেই কমে যায়।’ চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপপরিচালক কায়সারুল ইসলাম বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল চালু থাকার কথা আগেই জানানো হয়েছে। তাই সময়কে মাথায় রেখে যাত্রীরা ঘাটে ভিড় জমিয়েছেন। কিন্তু পরবর্তীতে সময় বৃদ্ধি করা হলেও যাত্রীসাধারণের উপস্থিতি তেমন একটা নেই।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাঁদপুর লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

আপডেট সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের লঞ্চঘাটে সকালে যাত্রীর উপচেপড়া ভিড় থাকলেও বিকেলে ফাঁকা হয়ে যায়। গতকাল রোববার সকাল ৯টার পর হাজার হাজার যাত্রী ঘাটে জড়ো হলেও ধীরে ধীরে যাত্রীদের উপস্থিতি কমতে থাকে। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না যাত্রী। জানা গেছে, রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার। পরে রোববার দুপুর ১২টার দিকে সোমবার (২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত লঞ্চ চালু রাখার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এমন সিদ্ধান্ত নিলেও অনেক যাত্রী না জানার কারণে দুপুরের পর আর ঘাটে আসেনি। এতেই যাত্রী চাপ কমেছে অনেকটা। গতকাল রোববার বিকেল ৪টায় লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ইমাম হাসান নামের একটি লঞ্চ যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। লঞ্চটি সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে ঘাটে কোনো যাত্রী দেখা যায়নি। লঞ্চের মালিক প্রতিনিধি আজগর আলী বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সিদ্ধান্ত দিয়েছিল সরকার। ফলে সকালে যাত্রী চাপ থাকায় অনেকে বিভিন্ন মাধ্যমে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তবে বিআইডব্লিউটিএ’র শেষ মুহূর্তে সোমবার ভোর ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা জানায়। কিন্তু অনেকেই তা জানে না। ফলে দুপুরের পর থেকে যাত্রী উপস্থিতি একেবারেই কমে যায়।’ চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপপরিচালক কায়সারুল ইসলাম বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল চালু থাকার কথা আগেই জানানো হয়েছে। তাই সময়কে মাথায় রেখে যাত্রীরা ঘাটে ভিড় জমিয়েছেন। কিন্তু পরবর্তীতে সময় বৃদ্ধি করা হলেও যাত্রীসাধারণের উপস্থিতি তেমন একটা নেই।’