চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর ল²ীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে রিকশাচালক দুলাল হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ল²ীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে ইয়াকুব বেপারী বাড়ির সামনে রাস্তার পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিকশাচালক দুলাল হাওলাদার ভোলা জেলার চরফ্যাশন এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।
জানা যায়, দুলাল হাওলাদার স্ত্রী-স্বজনসহ সরকারি চাকরিজীবী কাউসারের বাড়িতে ভাড়া থাকেন। গ্রাম পুলিশ কুদ্দুস সকাল সাড়ে ৭টায় খালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে মরদেহটি থানায় নিয়ে আসে পুলিশ।