ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত মাসসেরা পুরস্কার জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। আজ সোমবার বিষয় জানিয়েছে আইসিসি। সব ফরম্যাটের ক্রিকেটে পারফরম্যান্স বিবেচনায় এ বছর প্রথমবারের মত এই খেতাব প্রদানের উদ্যোগ নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে চালু হয় সেটি। জানুয়ারির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি এ পুরস্কার পান। আর এপ্রিল মাসে দারুণ পারফরম্যান্সের জন্য মাসসেরা পুরস্কার পেলেন বাবর। এই সময় তিনি ৭৬ গড়ে তিন ওয়ানডেতে করেন ২২৮ রান। আর ৭টি টোয়েন্টি খেলে ৪৩ দশমিক ৫৭ গড়ে করেছেন ৩০৫ রান।
ট্যাগস :
আরেক পালক
জনপ্রিয় সংবাদ