ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছে, সোমবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় বাগুটিয়া গ্রামের খোকন ভ‚ইয়ার ছয় বছর বয়সী কন্যা শিশু জান্নাতি খাতুন। গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজার পরও তার সন্ধান পাওয়া যায়নি। রাত ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। জান্নাতির হাতে আঘাতের চিহ্ন ছিল। তাকে অন্য কোথাও হত্যা করে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা। শিশু হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তার পরিবার, স্বজন ও এলাকাবাসী।