নিজস্ব প্রতিবেদক : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে ‘যানজট আরও প্রকট হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘তারা (সরকার) মেগা প্রজেক্ট দেখাচ্ছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে—এটা এখন মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি যখন নামছেন—যানজট এমনভাবে সৃষ্টি হয়েছে, দুই ঘণ্টাতেও ফার্মগেট পার হওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থা প্রত্যেকটাতে।”
গতকাল বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতাল এবং হেলথ অ্যান্ড হোপ হসপিটালে ডেঙ্গু রোগীদের জন্য রক্ত সংগ্রহে রক্তদানের এই কর্মসূচি হয়। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রক্তদান করে। এই সময়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর উত্তরের তাবিথ আউয়াল ও দক্ষিণের ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে কর্মসূচি উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, ‘‘ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে সরকার এবং দুই সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। স্বাস্থ্য খাতে চরম অরাজকতা আমরা কোভিডের সময় দেখেছি। আমরা দেখেছি কী পরিমাণ দুর্নীতি এখানে হয়।” ‘‘আবার সিটি করপোরেশনে প্রমাণিত হলো যে পেস্টিসাইড আনার নামে অর্থাৎ এডিস মশা ধ্বংসের জন্য যে ওষুধ এরা ক্রয় করেছে, সেখান থেকে ব্যাপক দুর্নীতি হয়েছে। দেখা যাচ্ছে, সেই ওষুধগুলোতে কোনও গুণই নেই, মশা নিধনে সাহায্য করছে না।” তিনি বলেন, ‘‘এখানে অনির্বাচিত স্থানীয় সরকার অর্থাৎ কমিশনার বলুন, মেয়র বলুন—তাদের কিন্তু জনগণের কাছে কোনও দায়বদ্ধতা নেই। সেই কারণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সমস্যা সমাধান করার জন্য।”