নিজস্ব প্রতিবেদক : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ড. নমিতা হালদার। সরকারি প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ এই পদে এই প্রথম কোনো নারী দায়িত্ব পেলেন। গত বৃহস্পতিবার পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভায় নমিতার এমডি হিসেবে নিয়োগ চূড়ান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০১৮ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া নমিতা বর্তমানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো হিসেবে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ মানাবাধিকার কমিশনের একজন সম্মানিত সদস্য। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের দায়িত্বও পালন করেন তিনি। বাগেরহাটে জন্ম নেওয়া নমিতা হালদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টর্চাচের ক্যান্টারবেরি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান পিকেএসএফ গড়ে তোলে সরকার। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে দেশব্যাপী আর্থিকসহ নানা সেবা দিয়ে থাকে। বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ পিকেএসএফের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।