নিজস্ব প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ রফতানি আয়ের ভিত্তিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি’-এর জন্য নির্বাচিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণসহ ৬৬টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৯ জুলাই) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি’তে নির্বাচিত ৬৬ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী- সর্বোচ্চ রফতানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রফতানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড।
কৃষি প্রক্রিয়াজাত পণ্য (তামাক ব্যতীত) খাতে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছে ‘প্রাণ ডেইরি লিমিটেড’। এই ক্যাটাগরিতে রৌপ্যপদকও পাচ্ছে ‘প্রাণ অ্যাগ্রো লিমিটেড’। এছাড়া ব্রোঞ্জপদক পাচ্ছে প্রাণ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড’। তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণপদক পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে তারাশিমা অ্যাপারেলস।
তৈরি পোশাক (নিটওয়্যার) খাতে স্বর্ণপদক পাচ্ছে স্কয়ার ফ্যাশনস লিমিটেড, রৌপ্য পাচ্ছে ফোর এইচ ফ্যাশনস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি’ পাচ্ছে প্রাণসহ ৬৬ প্রতিষ্ঠান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ