প্রযুক্তি ডেস্ক : এজ ব্রাউজারের পরবর্তী সংস্করণে ফিচার সংখ্যা আগের চেয়ে কমিয়ে আনতে পারে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এই মুহুর্তে বেটা সংস্করণে চালু হয়েছে এজ-এর ‘১১৭’ সংস্করণটি। প্রযুক্তিবিষয়ক সাইট নিওউইন ও ৯টু৫গুগল বলছে, ব্রাউজারের নতুন সংস্করণ পুরোপুরি চালু হতে পারে ১৪ সেপ্টেম্বর নাগাদ। আর এতে বিদ্যমান পাঁচটি ফিচার সরিয়ে ফেলা হবে, যার মধ্যে রয়েছে ‘ম্যাথ সলভার’, ‘পিকচার ডিকশনারি’, ‘সাইটেশনস’, ‘গ্রামার টুলস’ ও ‘কিডস মোড’।
এইসব ফিচার সরিয়ে ফেলার বিষয়টি নিয়ে মাইক্রোসফট জানিয়েছে ২৫ অগাস্ট কোম্পানির বেটা চ্যানেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে। এর কারণ হিসেবে কোম্পানি বলছে, ব্যবহারকারীর ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি ‘মোর টুলস’ মেনুকে তুলনামূলক সহজ করে তোলার কথা। মাইক্রোসফটের লক্ষ্য, ব্যবহাকারী যেন তুলনামূলক জনপ্রিয় গুগলের ক্রোম ব্রাউজারের বদলে কোম্পানির নিজস্ব এজ ব্রাউজার ব্যবহার করেন। এর জন্য নিজেদের আলাদা করার বিভিন্ন উপায় খুঁজে দেখছে কোম্পানিটি। ব্রাউজারের ইন্টারফেইসে অতিরিক্ত ফিচার কখনও কখনও দর্শকের চোখে বিরক্তিকর হতে পারে বলে কোম্পানি এই বদল আনছে। এ ছাড়া, এজ ব্রাউজারের অভিভাবক ও শিক্ষাভিত্তিক টুল থাকা জায়গাগুলো খালি করার পাশাপাশি মাইক্রোসফট সম্ভবত বিভিন্ন গুরুত্বপূর্ণ এআই ফিচার ও শপিং টুল ব্রাউজারে যুক্ত করতে চাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।