ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

এবার এল চ্যাটজিপিটির এন্টারপ্রাইজ সংস্করণ

  • আপডেট সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বড় ব্যবসাগুলোকে লক্ষ্য রেখে চ্যাটজিপিটির নতুন একটি সংস্করণ আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই, যার ফলে তাদের আর্থিক পৃষ্ঠপোষক মাইক্রোসফটের সঙ্গে গ্রাহকসেবায় কোম্পানিটির প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ সংস্করণটি বাণিজ্যিক গ্রাহকদের ওপেনএআইয়ের প্রযুক্তিগুলোকে বাড়তি নিরাপত্তা ও প্রাইভেসির সঙ্গে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে। এর শুরুর দিকের গ্রাহকদের মধ্যে ব্লক, কারলাইট এবং এসটি লাউডার কোম্পানি আছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। ব্যাক্তিগত ব্যবহারকারীদের লক্ষ্য করে ওপেনএআই গত নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে ছাড়লে সঙ্গে সঙ্গে তুমুল সাড়া পড়ে। কোড লেখা থেকে শুরু করে নানান ধরনের কাজের অংশ হয়ে দাঁড়ায় প্রযুক্তিটি, এবং জানুয়ারির মধ্যে মাসিক সক্রিয় গ্রাহকসংখ্যা দশ কোটিতে গিয়ে পৌঁছে। যুক্তরাষ্ট্রে অনেক ব্যবহারকারী পেশাগত কাজে প্রযুক্তিটির সহায়তা নিয়েছেন। রয়টার্স এবং ইপসসের একটি জরিপে দেখা গেছে ব্যবহারকারীদের ১০ শতাংশ বলেছেন, কোনো থার্ড পার্টি এআই প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে তাদের কর্তৃপক্ষ। এর বাইরে শতকরা ২৫ ভাগ বলেছেন, তাদের পেশাগত কাজে এআই ব্যবহারের অনুমোদন আছে কি না, তা তারা জানেন না। চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কর্মীরা এইসব সীমাবদ্ধতা এড়িয়ে পেশাগত কাজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন, এমনটাই আশা করছে ওপেনএআই। ইতোমধ্যেই মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম অ্যাজিউর তাদের গ্রাহকদের বাণিজ্যিকভাবে চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা দিচ্ছে। তবে চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ গ্রাহকদের অ্যাজিউর সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক নয় বলেছে ওপেনএআই। ইতোপূর্বে ওপেনএআই এবং মাইক্রোসফট একই সেবাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করেছে, তবে গ্রাহক নিয়ে কোম্পানি দুটোর মধ্যে প্রতিযোগিতা কেমন হতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। গ্রাহক নিয়ে কোম্পানি দুটোর মধ্যে কোনো প্রতিযোগিতা আছে কিনা, তা জানতে চাইলে ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেন “কোন প্ল্যাটফর্মটি গ্রাহকদের জন্য সুবিধাজনক, তারাই সেটা বাছাই করতে পারেন।”

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার এল চ্যাটজিপিটির এন্টারপ্রাইজ সংস্করণ

আপডেট সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

প্রযুক্তি ডেস্ক : বড় ব্যবসাগুলোকে লক্ষ্য রেখে চ্যাটজিপিটির নতুন একটি সংস্করণ আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই, যার ফলে তাদের আর্থিক পৃষ্ঠপোষক মাইক্রোসফটের সঙ্গে গ্রাহকসেবায় কোম্পানিটির প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ সংস্করণটি বাণিজ্যিক গ্রাহকদের ওপেনএআইয়ের প্রযুক্তিগুলোকে বাড়তি নিরাপত্তা ও প্রাইভেসির সঙ্গে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে। এর শুরুর দিকের গ্রাহকদের মধ্যে ব্লক, কারলাইট এবং এসটি লাউডার কোম্পানি আছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। ব্যাক্তিগত ব্যবহারকারীদের লক্ষ্য করে ওপেনএআই গত নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে ছাড়লে সঙ্গে সঙ্গে তুমুল সাড়া পড়ে। কোড লেখা থেকে শুরু করে নানান ধরনের কাজের অংশ হয়ে দাঁড়ায় প্রযুক্তিটি, এবং জানুয়ারির মধ্যে মাসিক সক্রিয় গ্রাহকসংখ্যা দশ কোটিতে গিয়ে পৌঁছে। যুক্তরাষ্ট্রে অনেক ব্যবহারকারী পেশাগত কাজে প্রযুক্তিটির সহায়তা নিয়েছেন। রয়টার্স এবং ইপসসের একটি জরিপে দেখা গেছে ব্যবহারকারীদের ১০ শতাংশ বলেছেন, কোনো থার্ড পার্টি এআই প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে তাদের কর্তৃপক্ষ। এর বাইরে শতকরা ২৫ ভাগ বলেছেন, তাদের পেশাগত কাজে এআই ব্যবহারের অনুমোদন আছে কি না, তা তারা জানেন না। চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কর্মীরা এইসব সীমাবদ্ধতা এড়িয়ে পেশাগত কাজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন, এমনটাই আশা করছে ওপেনএআই। ইতোমধ্যেই মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম অ্যাজিউর তাদের গ্রাহকদের বাণিজ্যিকভাবে চ্যাটজিপিটি ব্যবহারের সুবিধা দিচ্ছে। তবে চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ গ্রাহকদের অ্যাজিউর সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক নয় বলেছে ওপেনএআই। ইতোপূর্বে ওপেনএআই এবং মাইক্রোসফট একই সেবাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করেছে, তবে গ্রাহক নিয়ে কোম্পানি দুটোর মধ্যে প্রতিযোগিতা কেমন হতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। গ্রাহক নিয়ে কোম্পানি দুটোর মধ্যে কোনো প্রতিযোগিতা আছে কিনা, তা জানতে চাইলে ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেন “কোন প্ল্যাটফর্মটি গ্রাহকদের জন্য সুবিধাজনক, তারাই সেটা বাছাই করতে পারেন।”