বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন। এর শিরোনাম ‘শূন্য হৃদয়’। আগামী ১ আগস্ট রঙ্গন মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে বলে জানা গেছে। জামাল হোসেনের কথায় গানটির সুর করেছেন বেলাল খান নিজেই। সংগীতায়োজন করেছেন মার্সেল। মেলোডি রোমান্টিক ফিল্মি ধাঁচের এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন সৌমি ও অনন্য। সিলেট এবং সাভারের কয়েকটি মনোরম লোকেশনে ভিডিওটি চিত্রায়ন করা হয়েছে। নতুন এই গানচিত্র নিয়ে বেলাল খান বলেন, কথা-সুরের সমন্বয়ে সুন্দর একটি গান হয়েছে। এছাড়া গানের সাথে সামঞ্জস্য রেখে চমৎকার ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। আমি খুবই আশাবাদী এই গান নিয়ে। গানটি নিয়ে রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন বলেন, বেলাল খান এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী। বরাবরের মত তার এই গানটিও শ্রোতাদের মন জয় করে নেবে বলে আমার বিশ্বাস।