প্রত্যাশা ডেস্ক : মহাকাশে পাঠানো রাশিয়ার নতুন একটি মডিউল বিস্ফোরণ হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। কর্মকর্তরা বলছেন, এই ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সূত্র: বিবিসি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, ‘মিশন কন্ট্রোল টিম বিষয়টি ঠিক করে দিয়েছে। সবকিছু ঠিকঠাক চলছে।’ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, সাতজন ক্রু মেম্বারের প্রত্যেই বিপদ থেকে মুক্ত আছেন। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবতরণ করে নওকা মডিউলটি। মহাকাশে যেতে এই মডিউলের সময় লেগেছে আট দিন। টুইটারে নাসা জানিয়েছে, ‘গ্রিনিচ মান সময় বিকাল চারটা ৪৫ মিনিটে মডিউলের থ্রাস্টারে বিস্ফোরণ হতে শুরু করে। এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আর এটি অপ্রত্যাশিত। ঘটনার কারণে মহাকাশ স্টেশন ৪৫ ডিগ্রি সরে গিয়েছিল।’
নাসা আরো জানিয়েছে, ‘পরে এটি আবার আগের জায়গায় ফিরিয়ে আনা গয়েছে। মহাকাশ স্টেশন এখন নিয়ন্ত্রণে আছে এবং ভালো অবস্থানে আছে।’ এই দুর্ঘটনার কারণে মহাকাশ স্টেশনের ক্রু মেম্বারদের সঙ্গে কিছু সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু তারা ‘কোনো নড়াচড়া অনুভব করেননি’। কারণ মহাকাশ স্টেশন সেকেন্ডে হাফ ডিগ্রি সরেছিল।