ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০১:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের ক্রমবর্ধমান কোভিড-১৯ সংকটের কারণে যত দ্রুত সম্ভব নিজেদের নাগরিকদের দেশটি ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সরকার।
গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের ‘ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে’ বলে, জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মন্ত্রণালয়টি জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন ১৪টি সরাসরি ফাইট চলাচল করে, এছাড়া ইউরোপ হয়ে আরও কিছু সার্ভিসও আছে। রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে পাল্লা দিতে ভারতের কর্তৃপ ও হাসপাতালগুলোকে লড়াই করতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে। আক্রান্তের সংখ্যায় পরপর সাত দিন ধরে বিশ্বরেকর্ড করা ভারতে সম্প্রতি সবচেয়ে দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহের প্রথমদিকে অস্ট্রেলিয়া ভারত থেকে সব ধরনের ফাইটে নিষেধাজ্ঞা দিয়েছে। পূর্ববর্তী ১০ দিনের মধ্যে ভারতে ছিল এমন যে কারো প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ভারত থেকে ইংল্যান্ডে ফিরে আসা ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

প্রত্যাশা ডেস্ক : ভারতের ক্রমবর্ধমান কোভিড-১৯ সংকটের কারণে যত দ্রুত সম্ভব নিজেদের নাগরিকদের দেশটি ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র সরকার।
গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের ‘ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে’ বলে, জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মন্ত্রণালয়টি জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন ১৪টি সরাসরি ফাইট চলাচল করে, এছাড়া ইউরোপ হয়ে আরও কিছু সার্ভিসও আছে। রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে পাল্লা দিতে ভারতের কর্তৃপ ও হাসপাতালগুলোকে লড়াই করতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে। আক্রান্তের সংখ্যায় পরপর সাত দিন ধরে বিশ্বরেকর্ড করা ভারতে সম্প্রতি সবচেয়ে দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহের প্রথমদিকে অস্ট্রেলিয়া ভারত থেকে সব ধরনের ফাইটে নিষেধাজ্ঞা দিয়েছে। পূর্ববর্তী ১০ দিনের মধ্যে ভারতে ছিল এমন যে কারো প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ভারত থেকে ইংল্যান্ডে ফিরে আসা ব্রিটিশ ও আইরিশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।