ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বিসিএসে উত্তীর্ণ ১৩৬০ শিক্ষার্থী চিকিৎসক হিসেবে নিয়োগ পেতে হাইকোর্টে

  • আপডেট সময় : ০১:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিসিএস) এর ৩৯তম পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসক হিসেবে নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ১৩৬০ জন।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে তারা আবেদন করেছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী মশিহুর রহমান। জানতে চাইলে এই আইনজীবী জানান, ২০১৮ সালে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হন সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন চিকিৎসক। এর মধ্য থেকে প্রথম দফায় ৪ হাজার ৫৪২ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয় সরকার। তখন বলা হয়েছিল এরা উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্য পদ না থাকার কারণে তাদের নিয়োগের বিষয়ে সুপারিশ করা গেল না। পরবর্তীতে নিয়োগের রিকুইজিশন পাওয়া গেলে নন ক্যাডার হিসেবে বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে। এরপর ২০২০ সালে করোনার পার্দুভাব বেড়ে গেলে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। বাকি থাকেন সাড়ে ৬ হাজার চিকিৎসক।
সম্প্রতি নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। তারপরই বলা হয় নতুন এ নিয়োগ ৪২তম বিসিএস (বিশেষ) থেকে নেওয়া হবে। এ কারণেই আমরা আদালতে আবেদন করেছি। আবেদনে ৩৯ তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ তালিকাভুক্ত সাড়ে ৬ হাজার চিকিৎসক থেকে নিয়োগের নির্দেশনা চেয়েছি। চিকিৎসা সেবার মান বাড়াতে কোনো ইন্টারভিউ ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গত ২৬ জুলাই সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিসিএসে উত্তীর্ণ ১৩৬০ শিক্ষার্থী চিকিৎসক হিসেবে নিয়োগ পেতে হাইকোর্টে

আপডেট সময় : ০১:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিসিএস) এর ৩৯তম পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসক হিসেবে নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ১৩৬০ জন।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে তারা আবেদন করেছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী মশিহুর রহমান। জানতে চাইলে এই আইনজীবী জানান, ২০১৮ সালে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হন সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন চিকিৎসক। এর মধ্য থেকে প্রথম দফায় ৪ হাজার ৫৪২ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয় সরকার। তখন বলা হয়েছিল এরা উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্য পদ না থাকার কারণে তাদের নিয়োগের বিষয়ে সুপারিশ করা গেল না। পরবর্তীতে নিয়োগের রিকুইজিশন পাওয়া গেলে নন ক্যাডার হিসেবে বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে। এরপর ২০২০ সালে করোনার পার্দুভাব বেড়ে গেলে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। বাকি থাকেন সাড়ে ৬ হাজার চিকিৎসক।
সম্প্রতি নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। তারপরই বলা হয় নতুন এ নিয়োগ ৪২তম বিসিএস (বিশেষ) থেকে নেওয়া হবে। এ কারণেই আমরা আদালতে আবেদন করেছি। আবেদনে ৩৯ তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ তালিকাভুক্ত সাড়ে ৬ হাজার চিকিৎসক থেকে নিয়োগের নির্দেশনা চেয়েছি। চিকিৎসা সেবার মান বাড়াতে কোনো ইন্টারভিউ ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গত ২৬ জুলাই সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।