ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহে বাসে মেরামতের কাজ করার সময় হঠাৎ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে নগরীর চায়নামোড়ের ময়লার মোড় এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-শেরপুর সড়কে চলাচল করা সোনার বাংলা পরিবহনের একটি বাস ময়লার মোড় এলাকার একটি গ্যারেজে মেরামতের কাজ চলছিল। দুপুরের দিকে কাজ করার সময় বাসের জানালা বন্ধ ছিল। এ সময় বাসের ব্যাটারির তারে শর্টসার্কিটে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকা-ে বাসের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যারেজের শ্রমিক জাকির হোসেন বলেন, আমি বাসের নিচে শুয়ে কাজ করছিলাম। হঠাৎ ওপর থেকে তাপ অনুভূত হলে বের হয়ে দেখি বাসে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির সঙ্গে অন্য তারের শর্টসার্কিটে আগুন লাগতে পারে।

























