ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

চূড়ান্ত নিবন্ধন পেলো সুপ্রিম পার্টি, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধন পেয়ে মোটর শোভাযাত্রা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। গতকাল শনিবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। আমাদের কে চিনলো আর কে চিনলো না, তাতে আমাদের কিছু যায় আসে না। ২০১৯ এর ১১ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) গঠন হয়। নির্বাচন কমিশনের আরপিওতে রাজনৈতিক দল নিবন্ধনের বিধানে কোথাও লেখা নাই— একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে দেশের ১৮ কোটি মানুষ সেই দলকে চিনতে হবে।’
নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আরপিও শর্তাদি পুঙ্খানুপুঙ্খুরূপে পূরণ করে বিএসপি রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় আমাদের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমাদের নেতাকর্মীসহ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
সুপ্রিম পার্টি চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য। আমরা মনে করি নির্বাচনি প্রক্রিয়ায় স্থায়ী সমাধান আনতে হলে নির্বাচন কমিশনকে কার্যত স্বাধীন ও শক্তিশালী করতে হবে। তবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। স্বাধীনতার ৫২ বছর পরে এসেও একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রতিবারই আন্দোলন সংগ্রাম করতে হয়। এই অবস্থা থেকে দেশের জনগণ মুক্তি চায়। আমরা এই প্রক্রিয়ার স্থায়ী সমাধান চাই।’
সমাবেশে অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শায়খ আজমাঈন আসরার, বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, মুফতী গোলাম মহিউদ্দিন লতিফী, মো. মনির হোসেন ও দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

চূড়ান্ত নিবন্ধন পেলো সুপ্রিম পার্টি, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে চূড়ান্তভাবে নিবন্ধন পেয়ে মোটর শোভাযাত্রা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। গতকাল শনিবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। আমাদের কে চিনলো আর কে চিনলো না, তাতে আমাদের কিছু যায় আসে না। ২০১৯ এর ১১ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) গঠন হয়। নির্বাচন কমিশনের আরপিওতে রাজনৈতিক দল নিবন্ধনের বিধানে কোথাও লেখা নাই— একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে দেশের ১৮ কোটি মানুষ সেই দলকে চিনতে হবে।’
নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের আরপিও শর্তাদি পুঙ্খানুপুঙ্খুরূপে পূরণ করে বিএসপি রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় আমাদের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমাদের নেতাকর্মীসহ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
সুপ্রিম পার্টি চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য। আমরা মনে করি নির্বাচনি প্রক্রিয়ায় স্থায়ী সমাধান আনতে হলে নির্বাচন কমিশনকে কার্যত স্বাধীন ও শক্তিশালী করতে হবে। তবেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। স্বাধীনতার ৫২ বছর পরে এসেও একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রতিবারই আন্দোলন সংগ্রাম করতে হয়। এই অবস্থা থেকে দেশের জনগণ মুক্তি চায়। আমরা এই প্রক্রিয়ার স্থায়ী সমাধান চাই।’
সমাবেশে অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শায়খ আজমাঈন আসরার, বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, মুফতী গোলাম মহিউদ্দিন লতিফী, মো. মনির হোসেন ও দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।