ক্রীড়া ডেস্ক : করোনা সংক্রমণ বেড়েই চলেছে টোকিওতে। তার রেশ পড়ছে টোকিও অলিম্পিকেও। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন্য খেলোয়াড় ও সদস্য। শুরুর দিকে একজনকে নিতে হয়েছে হাসপাতালেও। এবার এ তালিকায় নতুন করে যোগ হয়েছেন আরও ৪ জন। এরই একজন পোল ভল্টের দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্যাম কেনড্রিকস। করোনা চলতি অলিম্পিক গেমস থেকেই ছিটকে দিয়েছে তাকে।
২০১৭ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দু’বার সেরার মুকুট পরা কেনড্রিকসের আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, স্যাম কেনড্রিকস করোনায় আক্রান্ত হয়েছেন। টোকিও অলিম্পিকে তিনি আর অংশ নিতে পারছেন না।’ আগের দুই চ্যাম্পিয়নশিপের বিজেতা তিনি। এবার অলিম্পিকেও যে তিনি ফেভারিট ছিলেন, তা বলাই বাহুল্য। ২০১৬ সালের রিও অলিম্পিকে পাওয়া ব্রোঞ্জটাকে এবার সোনায় বদলে দেওয়ার আশা শেষ হয়ে গেছে তার। যখন প্রতিযোগিতা চলবে, তখন যে তিনি থাকবেন আইসোলেশনে! অলিম্পিক কমিটির দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন তাকে তার হোটেলরুমেই আইসোলেশনে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র অলিম্পিক দলের দারুণ এক সদস্য স্যাম, এমন একজনের শূন্যতা সবাই বোধ করবে। তবে তার ব্যক্তিগত গোপনীয়তা ধরে রাখতে আর কিছু জানাতে পারছি না আমরা।’
অলিম্পিক থেকে বিশ্বচ্যাম্পিয়নকে ছিটকে দিল করোনা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ