ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের সেরা ১০ স্কলারশিপ

  • আপডেট সময় : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইউরোপ বিভিন্ন দেশ। কেন না ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য দেশগুলোর সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সরকারি অর্থায়নে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়। যার ফলে ইউরোপের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি মওকুফের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়। ইউরোপে পড়াশোনা করতে চাইলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের ১০টি স্কলারশিপ নিয়ে এবারের আয়োজন।
২০১২ সাল পর্যন্ত বিনা টিউশন ফি-তে সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ ছিল। এরপর থেকে সেখানে টিউশন ফি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তবে সুইডিশ ইনস্টিটিউট থেকে স্কলারশিপ পেলে কোনো ফান্ড ছাড়াই সুইডেনে পড়াশোনা করার সুযোগ রয়েছে। সুইডেনে স্নাতকোত্তর করতে আগ্রহী হলে এই স্কলারশিপের জন্য চেষ্টা করা যেতে পারে। সুইডিশ ইনস্টিটিউট থেকে প্রদত্ত স্কলারশিপ টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার ব্যয়, বিমা এবং ভ্রমণ খরচ কাভার করে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য পেতে
যঃঃঢ়ং://ংর.ংব/বহ/ধঢ়ঢ়ষু/ংপযড়ষধৎংযরঢ়ং/
ইতালিয়ান গভর্নমেন্ট বার্সারিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট
ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে ১ হাজার থেকে ২ হাজার ৫০০ ইউরো খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। সেখানে একটি স্কলারশিপ পেলে টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার খরচের অর্থের যোগানও পাওয়া যাবে। সাধারণত ডিগ্রি কোর্স, পিএইচডি কোর্স এবং স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের জন্য বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ অফার করে। ক্ষেত্রবিশেষে যা ৩, ৬ বা ৯ মাস মেয়াদী হয়ে থাকে। কিছু ক্ষেত্রে স্কলারশিপের মেয়াদ আরও বেশি হতে পারে। ইতালিয়ান গভর্নমেন্ট বার্সারিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ সম্পর্কে জানতে
যঃঃঢ়ং://বহ.ঁহরঃড়.রঃ/ংঃঁফুরহম-ঁহরঃড়/ংপযড়ষধৎংযরঢ়ং-রহঃবৎহধঃরড়হধষ-ংঃঁফবহঃং
ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ
ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং এর অংশীদার সংস্থার অর্থায়নে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ দেওয়া হয়। শেভেনিং অ্যাওয়ার্ড সাধারণত ২ ধরনের হয়ে থাকে- শেভেনিং স্কলারশিপ এবং শেভেনিং ফেলোশিপ। ব্রিটিশ দূতাবাস এবং হাই কমিশন কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ গ্রহণকারীদের নির্বাচন করা হয়। এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ টিউশন ফি, নির্দিষ্ট হারে আবাসিক ভাতা, যুক্তরাজ্যে একটি ইকোনমি ক্লাসের রিটার্ন বিমানের ভাড়া এবং ওয়ার্কশপের জন্য অন্যান্য ভ্রমণ খরচ কভার করে। শেভেনিং স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করতে হবে, আবেদনের তারিখ, পদ্ধতি এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে
যঃঃঢ়ং://িি.িপযবাবহরহম.ড়ৎম/
আইফেল অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম
ফ্রান্স ইতোমধ্যে বিনা টিউশনে শিক্ষার জন্য পরিচিতি পেয়েছে। এ ছাড়া ফ্রেঞ্চ সংস্থা ক্যাম্পাস ফ্রান্স ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আইফেল অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে সহায়তা করে। ফরাসী বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর এবং পিএইচডি করার জন্য বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক ফরাসী মন্ত্রণালয়ের উদ্যোগে এটি তৈরি করা হয়। এখানে পড়াশোনা করলে ভবিষ্যতে বেসরকারি এবং সরকারু খাতে নীতি-নির্ধারকের দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। আইফেল অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম মাসিক ভাতা, রিটার্ন ট্রিপ, সাংস্কৃতিক কার্যক্রম এবং স্বাস্থ্য বিমার খরচ কাভার করে। স্নাতকোত্তর পর্যায়ে উন্নয়নশীল দেশ থেকে ৩০ বছর পর্যন্ত এবং পিএইচডি প্রোগ্রামে উন্নয়নশীল ও শিল্পোন্নত থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারে। আইফেল এক্সিলেন্স স্কলারশিপে আবেদন করতে
যঃঃঢ়ং://িি.িপধসঢ়ঁংভৎধহপব.ড়ৎম/বহ/বরভভবষ-ংপযড়ষধৎংযরঢ়-ঢ়ৎড়মৎধস-ড়ভ-বীপবষষবহপব
ড্যাড স্কলারশিপ
জার্মানিতে ইংরেজি ভাষার প্রোগ্রামে ৪০০ থেকে ৭০০ ইউরোতে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতেও পড়া যায়। জার্মানি সরকারের অনুমোদনে দেশের সবচেয়ে বড় সংস্থা ড্যাড এশিয়া, আফ্রিকা, আমেরিকার কিছু অংশ এবং পূর্ব ইউরোপের তরুণ এবং পেশাদার শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে জার্মান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে। ড্যাড কীভাবে কাজ করে এবং সেখানে বৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে
যঃঃঢ়ং://িি২ি.ফধধফ.ফব/ফবঁঃংপযষধহফ/ংঃরঢ়বহফরঁস/ফধঃবহনধহশ/বহ/২১১৪৮-ংপযড়ষধৎংযরঢ়-ফধঃধনধংব/ ংঃধঃঁং=৩্ড়ৎরমরহ=১৯০্ংঁনলবপঃএৎঢ়ং=ঋ্ফধধফ=্রহঃবহঃরড়হ=্য়=্ঢ়ধমব=১্ফবঃধরষ=৫০০৭৬৭৭৭
সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপ
সুইজারল্যান্ড কম খরচে পড়াশোনার জন্য উপযুক্ত হলেও এখানকার জীবনযাত্রার খরচ বেশি এবং ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের কাজ করার অনুমতিও পাওয়া যায় না। তাই সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়া হয় এখানে। মূলত সুইজারল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠানে যে কোনো একাডেমিক ক্ষেত্রে পোস্টডক্টরাল বা ডক্টরাল গবেষণা করার জন্য এই স্কলারশিপ অফার করা হয়। প্রতি বছর সুইস কনফেডারেশন সুইজারল্যান্ড এবং অন্যান্য ১৮০ টিরও বেশি দেশের মধ্যে আন্তর্জাতিক বিনিময় এবং গবেষণা সহযোগিতার প্রচারের জন্য গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রদান করে। ফেডারেল কমিশন ফর স্কলারশিপ ফর ফরেন স্টুডেন্টস (এফসিএস) কর্তৃক স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিধারী তরুণ গবেষকদের সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। এটির মাধ্যমে টিউশন ফি, মাসিক ভাতা, লোডিং ভাতা এবং স্বাস্থ্য বিমা পাওয়া যায়।
সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপে আবেদন করতে
যঃঃঢ়ং://িি.িংনভর.ধফসরহ.পয/ংনভর/বহ/যড়সব/বফঁপধঃরড়হ/ংপযড়ষধৎংযরঢ়ং-ধহফ-মৎধহঃং/ংরিংং-মড়াবৎহসবহঃ-বীপবষষবহপব-ংপযড়ষধৎংযরঢ়ং.যঃসষ
গেট কেমব্রিজ স্কলারশিপ
গেটস কেমব্রিজ স্কলারশিপ যুক্তরাজ্যের বাইরের দেশের সেরা শিক্ষার্থীদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য দেওয়া হয়। স্কলারশিপটি টিউশন ফি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কম্পোজিশন ফি, বিমান ভাড়া এবং ভিসা খরচ কাভার করে। নন-ইউরোপিয়ান নাগরিকদের জন্য এই স্কলারশিপে মোট ৯০টি আসন রাখা হয়।
গেট কেমব্রিজ স্কলারশিপের তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন
যঃঃঢ়://িি.িমধঃবংপধসনৎরফমব.ড়ৎম/
র‌্যাডবউড ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম
র‌্যাডবউড ইউনিভার্সিটি নিজমেগেনে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য সম্পূর্ণ বা আংশিক স্কলারশিপ দেওয়া হয় র‌্যাডবউড স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল ব্যতীত অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। আংশিক খরচ মওকুফ ছাড়াও সম্পূর্ণ টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ মওকুফের সুবিধা রয়েছে। র‌্যাডবউড স্কলারশিপ ভিসা, রেসিডেন্স পারমিট, স্বাস্থ্য বিমা এবং দায় বিমার মতো খরচও কভার করে।
র‌্যাডবউড ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে
যঃঃঢ়://িি.িৎঁ.হষ/বহমষরংয/বফঁপধঃরড়হ/সধংঃবৎ’ং-ঢ়ৎড়মৎধসসবং/ভরহধহপরধষ-সধঃঃবৎং/ংপযড়ষধৎংযরঢ়ং-মৎধহঃং/ৎবধফথসড়ৎব/ৎংঢ়ৎড়মৎধসসব/
ডেভেলপিং সলিউশন স্কলারশিপ
নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিতে ডেভেলপিং সলিউশন স্কলারশিপ আফ্রিকা, ভারত বা কমনওয়েলথের উন্নয়নশীল দেশগুলোর ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যত উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ডেভেলপিং সলিউশন স্কলারশিপ প্রতি বছর ১০৫টি বৃত্তি প্রদান করে থাকে। যার মধ্যে ৩০টি বৃত্তি সম্পূর্ণ টিউশন ফি এবং ৭৫টি অর্ধেক টিউশন ফি কভার করে।
ডেভেলপিং সলিউশন স্কলারশিপের বিষয়ে আরও তথ্য পেতে
যঃঃঢ়://িি.িহড়ঃঃরহমযধস.ধপ.ঁশ/ংঃঁফুরিঃযঁং/রহঃবৎহধঃরড়হধষ-ধঢ়ঢ়ষরপধহঃং/ংপযড়ষধৎংযরঢ়ং-ভববং-ধহফ-ভরহধহপব/ংপযড়ষধৎংযরঢ়ং/সধংঃবৎং-ংপযড়ষধৎংযরঢ়ং/ফবা-ংড়ষ-সধংঃবৎং.ধংঢ়ী
রোডস স্কলারশিপ
১৯০২ সালে সেসিল রোডস কর্তৃক প্রতিষ্ঠিত, রোডস হলো বিশ্বের প্রাচীনতম এবং সম্ভবত সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি প্রোগ্রাম। এটির মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতকোত্তর করার সুযোগ পায়। রোডস স্কলারশিপ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ, ব্যক্তিগত উপবৃত্তি, স্বাস্থ্য বিমা এবং বিমান ভাড়া কাভার করে। রোডস স্কলারশিপের জন্য আবেদন করতে এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তথ্য পেতে
যঃঃঢ়ং://িি.িৎযড়ফবংযড়ঁংব.ড়ী.ধপ.ঁশ/ংপযড়ষধৎংযরঢ়ং/ঃযব-ৎযড়ফবং-ংপযড়ষধৎংযরঢ়/

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউরোপের সেরা ১০ স্কলারশিপ

আপডেট সময় : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইউরোপ বিভিন্ন দেশ। কেন না ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য দেশগুলোর সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সরকারি অর্থায়নে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়। যার ফলে ইউরোপের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি মওকুফের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়। ইউরোপে পড়াশোনা করতে চাইলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের ১০টি স্কলারশিপ নিয়ে এবারের আয়োজন।
২০১২ সাল পর্যন্ত বিনা টিউশন ফি-তে সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ ছিল। এরপর থেকে সেখানে টিউশন ফি পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। তবে সুইডিশ ইনস্টিটিউট থেকে স্কলারশিপ পেলে কোনো ফান্ড ছাড়াই সুইডেনে পড়াশোনা করার সুযোগ রয়েছে। সুইডেনে স্নাতকোত্তর করতে আগ্রহী হলে এই স্কলারশিপের জন্য চেষ্টা করা যেতে পারে। সুইডিশ ইনস্টিটিউট থেকে প্রদত্ত স্কলারশিপ টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার ব্যয়, বিমা এবং ভ্রমণ খরচ কাভার করে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য পেতে
যঃঃঢ়ং://ংর.ংব/বহ/ধঢ়ঢ়ষু/ংপযড়ষধৎংযরঢ়ং/
ইতালিয়ান গভর্নমেন্ট বার্সারিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট
ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে ১ হাজার থেকে ২ হাজার ৫০০ ইউরো খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। সেখানে একটি স্কলারশিপ পেলে টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার খরচের অর্থের যোগানও পাওয়া যাবে। সাধারণত ডিগ্রি কোর্স, পিএইচডি কোর্স এবং স্নাতকোত্তর ডিগ্রি কোর্সের জন্য বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ অফার করে। ক্ষেত্রবিশেষে যা ৩, ৬ বা ৯ মাস মেয়াদী হয়ে থাকে। কিছু ক্ষেত্রে স্কলারশিপের মেয়াদ আরও বেশি হতে পারে। ইতালিয়ান গভর্নমেন্ট বার্সারিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ সম্পর্কে জানতে
যঃঃঢ়ং://বহ.ঁহরঃড়.রঃ/ংঃঁফুরহম-ঁহরঃড়/ংপযড়ষধৎংযরঢ়ং-রহঃবৎহধঃরড়হধষ-ংঃঁফবহঃং
ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ
ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং এর অংশীদার সংস্থার অর্থায়নে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ দেওয়া হয়। শেভেনিং অ্যাওয়ার্ড সাধারণত ২ ধরনের হয়ে থাকে- শেভেনিং স্কলারশিপ এবং শেভেনিং ফেলোশিপ। ব্রিটিশ দূতাবাস এবং হাই কমিশন কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ গ্রহণকারীদের নির্বাচন করা হয়। এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ টিউশন ফি, নির্দিষ্ট হারে আবাসিক ভাতা, যুক্তরাজ্যে একটি ইকোনমি ক্লাসের রিটার্ন বিমানের ভাড়া এবং ওয়ার্কশপের জন্য অন্যান্য ভ্রমণ খরচ কভার করে। শেভেনিং স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করতে হবে, আবেদনের তারিখ, পদ্ধতি এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে
যঃঃঢ়ং://িি.িপযবাবহরহম.ড়ৎম/
আইফেল অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম
ফ্রান্স ইতোমধ্যে বিনা টিউশনে শিক্ষার জন্য পরিচিতি পেয়েছে। এ ছাড়া ফ্রেঞ্চ সংস্থা ক্যাম্পাস ফ্রান্স ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আইফেল অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে সহায়তা করে। ফরাসী বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর এবং পিএইচডি করার জন্য বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক ফরাসী মন্ত্রণালয়ের উদ্যোগে এটি তৈরি করা হয়। এখানে পড়াশোনা করলে ভবিষ্যতে বেসরকারি এবং সরকারু খাতে নীতি-নির্ধারকের দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। আইফেল অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম মাসিক ভাতা, রিটার্ন ট্রিপ, সাংস্কৃতিক কার্যক্রম এবং স্বাস্থ্য বিমার খরচ কাভার করে। স্নাতকোত্তর পর্যায়ে উন্নয়নশীল দেশ থেকে ৩০ বছর পর্যন্ত এবং পিএইচডি প্রোগ্রামে উন্নয়নশীল ও শিল্পোন্নত থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারে। আইফেল এক্সিলেন্স স্কলারশিপে আবেদন করতে
যঃঃঢ়ং://িি.িপধসঢ়ঁংভৎধহপব.ড়ৎম/বহ/বরভভবষ-ংপযড়ষধৎংযরঢ়-ঢ়ৎড়মৎধস-ড়ভ-বীপবষষবহপব
ড্যাড স্কলারশিপ
জার্মানিতে ইংরেজি ভাষার প্রোগ্রামে ৪০০ থেকে ৭০০ ইউরোতে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতেও পড়া যায়। জার্মানি সরকারের অনুমোদনে দেশের সবচেয়ে বড় সংস্থা ড্যাড এশিয়া, আফ্রিকা, আমেরিকার কিছু অংশ এবং পূর্ব ইউরোপের তরুণ এবং পেশাদার শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে জার্মান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য প্রতি বছর স্কলারশিপ দিয়ে থাকে। ড্যাড কীভাবে কাজ করে এবং সেখানে বৃত্তির জন্য কীভাবে আবেদন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে
যঃঃঢ়ং://িি২ি.ফধধফ.ফব/ফবঁঃংপযষধহফ/ংঃরঢ়বহফরঁস/ফধঃবহনধহশ/বহ/২১১৪৮-ংপযড়ষধৎংযরঢ়-ফধঃধনধংব/ ংঃধঃঁং=৩্ড়ৎরমরহ=১৯০্ংঁনলবপঃএৎঢ়ং=ঋ্ফধধফ=্রহঃবহঃরড়হ=্য়=্ঢ়ধমব=১্ফবঃধরষ=৫০০৭৬৭৭৭
সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপ
সুইজারল্যান্ড কম খরচে পড়াশোনার জন্য উপযুক্ত হলেও এখানকার জীবনযাত্রার খরচ বেশি এবং ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের কাজ করার অনুমতিও পাওয়া যায় না। তাই সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দেওয়া হয় এখানে। মূলত সুইজারল্যান্ডের পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠানে যে কোনো একাডেমিক ক্ষেত্রে পোস্টডক্টরাল বা ডক্টরাল গবেষণা করার জন্য এই স্কলারশিপ অফার করা হয়। প্রতি বছর সুইস কনফেডারেশন সুইজারল্যান্ড এবং অন্যান্য ১৮০ টিরও বেশি দেশের মধ্যে আন্তর্জাতিক বিনিময় এবং গবেষণা সহযোগিতার প্রচারের জন্য গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রদান করে। ফেডারেল কমিশন ফর স্কলারশিপ ফর ফরেন স্টুডেন্টস (এফসিএস) কর্তৃক স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিধারী তরুণ গবেষকদের সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। এটির মাধ্যমে টিউশন ফি, মাসিক ভাতা, লোডিং ভাতা এবং স্বাস্থ্য বিমা পাওয়া যায়।
সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপে আবেদন করতে
যঃঃঢ়ং://িি.িংনভর.ধফসরহ.পয/ংনভর/বহ/যড়সব/বফঁপধঃরড়হ/ংপযড়ষধৎংযরঢ়ং-ধহফ-মৎধহঃং/ংরিংং-মড়াবৎহসবহঃ-বীপবষষবহপব-ংপযড়ষধৎংযরঢ়ং.যঃসষ
গেট কেমব্রিজ স্কলারশিপ
গেটস কেমব্রিজ স্কলারশিপ যুক্তরাজ্যের বাইরের দেশের সেরা শিক্ষার্থীদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য দেওয়া হয়। স্কলারশিপটি টিউশন ফি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কম্পোজিশন ফি, বিমান ভাড়া এবং ভিসা খরচ কাভার করে। নন-ইউরোপিয়ান নাগরিকদের জন্য এই স্কলারশিপে মোট ৯০টি আসন রাখা হয়।
গেট কেমব্রিজ স্কলারশিপের তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন
যঃঃঢ়://িি.িমধঃবংপধসনৎরফমব.ড়ৎম/
র‌্যাডবউড ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম
র‌্যাডবউড ইউনিভার্সিটি নিজমেগেনে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য সম্পূর্ণ বা আংশিক স্কলারশিপ দেওয়া হয় র‌্যাডবউড স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল ব্যতীত অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। আংশিক খরচ মওকুফ ছাড়াও সম্পূর্ণ টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ মওকুফের সুবিধা রয়েছে। র‌্যাডবউড স্কলারশিপ ভিসা, রেসিডেন্স পারমিট, স্বাস্থ্য বিমা এবং দায় বিমার মতো খরচও কভার করে।
র‌্যাডবউড ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে
যঃঃঢ়://িি.িৎঁ.হষ/বহমষরংয/বফঁপধঃরড়হ/সধংঃবৎ’ং-ঢ়ৎড়মৎধসসবং/ভরহধহপরধষ-সধঃঃবৎং/ংপযড়ষধৎংযরঢ়ং-মৎধহঃং/ৎবধফথসড়ৎব/ৎংঢ়ৎড়মৎধসসব/
ডেভেলপিং সলিউশন স্কলারশিপ
নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিতে ডেভেলপিং সলিউশন স্কলারশিপ আফ্রিকা, ভারত বা কমনওয়েলথের উন্নয়নশীল দেশগুলোর ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যত উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ডেভেলপিং সলিউশন স্কলারশিপ প্রতি বছর ১০৫টি বৃত্তি প্রদান করে থাকে। যার মধ্যে ৩০টি বৃত্তি সম্পূর্ণ টিউশন ফি এবং ৭৫টি অর্ধেক টিউশন ফি কভার করে।
ডেভেলপিং সলিউশন স্কলারশিপের বিষয়ে আরও তথ্য পেতে
যঃঃঢ়://িি.িহড়ঃঃরহমযধস.ধপ.ঁশ/ংঃঁফুরিঃযঁং/রহঃবৎহধঃরড়হধষ-ধঢ়ঢ়ষরপধহঃং/ংপযড়ষধৎংযরঢ়ং-ভববং-ধহফ-ভরহধহপব/ংপযড়ষধৎংযরঢ়ং/সধংঃবৎং-ংপযড়ষধৎংযরঢ়ং/ফবা-ংড়ষ-সধংঃবৎং.ধংঢ়ী
রোডস স্কলারশিপ
১৯০২ সালে সেসিল রোডস কর্তৃক প্রতিষ্ঠিত, রোডস হলো বিশ্বের প্রাচীনতম এবং সম্ভবত সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি প্রোগ্রাম। এটির মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতকোত্তর করার সুযোগ পায়। রোডস স্কলারশিপ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ, ব্যক্তিগত উপবৃত্তি, স্বাস্থ্য বিমা এবং বিমান ভাড়া কাভার করে। রোডস স্কলারশিপের জন্য আবেদন করতে এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তথ্য পেতে
যঃঃঢ়ং://িি.িৎযড়ফবংযড়ঁংব.ড়ী.ধপ.ঁশ/ংপযড়ষধৎংযরঢ়ং/ঃযব-ৎযড়ফবং-ংপযড়ষধৎংযরঢ়/