ক্রীড়া ডেস্ক : ১৯৮৪ সালের পর অলিম্পিকে রূপা কিংবা ব্রোঞ্জ পদক পেলেও সোনা জিততে পারছিলেন না রোমানিয়ান অ্যাথলেটরা। এরপর এক এক করে কেটে গেল প্রায় ৩৭ বছর। অতঃপর এবার টোকিও অলিম্পিকে রোমানিয়ার দীর্ঘদিনের অপেক্ষা ঘোচালেন আঙ্কুতা-সিমোনা জুটি। নারীদের দ্বৈত স্কালস রোয়িং ইভেন্টে সোনা জিতেছেন তারা। আঙ্কুতা বদনার এবং সিমোনা রাদিস। তারা সময় নিয়েছেন ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ড। অলিম্পিকে আবার এই টাইমিং হচ্ছে রেকর্ড। অর্থ্যাৎ বিশ্বরেকর্ড গড়ে দেশকে সোনা উপহার দিয়েছেন তারা। এদিকে নিউজিল্যান্ডের ব্রুক ডনঘুই এবং হ্যানা ওসবোর্ন জিতেছেন রৌপ্য পদক। নেদার ওদিকে ডাচ দলের রুস ডি ইয়ং ও লিসা শিনার্ড জিতেছেন ব্রোঞ্জ পদক।