অর্থনৈতিক প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি আজ ২৮ জুলাই থেকে লেনদেনে ফিরছে। রেকর্ড ডেট সংক্রান্ত বন্ধের পর কোম্পানি দু’টি লেনদেন ফিরবে। গত মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে। কোম্পানি দু’টি হলো- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। তথ্য মতে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড তারিখের কারণে কোম্পানি দু’টির শেয়ারের লেনদেন মঙ্গলবার বন্ধ রয়েছে। আর রেকর্ড ডেটের পর আজ বুধবার কোম্পানিগুলো পুনরায় লেনদেনে ফিরবে। এর আগে গত রোববার ও সোমবার কোম্পানি দু’টি স্পট মার্কেটে লেনদেন করে।