ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

‘কাগজ’-এ নাম লেখালেন ইমন আইরিন

  • আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন। এবার তারা ‘কাগজ দ্য পেপার’ নামের নতুন সিনেমায় নাম লেখালেন। সিনেমাটি পরিচালনা করছেন জুলফিকার জাহেদী। কীভাবে ফিলোসফির মৃত্যু হয় সে গল্প সিনেমায় তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলো উদ্দেশ্য করে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানান এর নির্মাতা। সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমরা আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করব। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে। আশা করছি দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে।’
পরিচালক জুলফিকার জাহেদী বলেন, ‘ঈদের পরই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এখন আমরা স্ক্রিপ্টে সব থেকে বেশি সময় দিচ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করব।’ ইমন-আইরিন ছাড়াও এতে আরো অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদসহ অনেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘কাগজ’-এ নাম লেখালেন ইমন আইরিন

আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন। এবার তারা ‘কাগজ দ্য পেপার’ নামের নতুন সিনেমায় নাম লেখালেন। সিনেমাটি পরিচালনা করছেন জুলফিকার জাহেদী। কীভাবে ফিলোসফির মৃত্যু হয় সে গল্প সিনেমায় তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলো উদ্দেশ্য করে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানান এর নির্মাতা। সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমরা আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করব। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে। আশা করছি দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে।’
পরিচালক জুলফিকার জাহেদী বলেন, ‘ঈদের পরই সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এখন আমরা স্ক্রিপ্টে সব থেকে বেশি সময় দিচ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করব।’ ইমন-আইরিন ছাড়াও এতে আরো অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদসহ অনেকে।