ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ভারতীয়দের গুলিতে যুবক নিহত, আহত ২

  • আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

সিলেট সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলায় পাথর উত্তোলনের সময় সীমান্তে ওপার থেকে আসা গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার লালাখাল সারি নদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রুবেল (২২) পেশায় বারকি পাথর শ্রমিক। তিনি উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, সীমান্তে পাথর উত্তোলনের জন্য গেলে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) গুলি ছোঁড়ে। এতে নিহত হন রুবেল। সঙ্গে আহত হন আরও দুই শ্রমিক। তারা হলেন- উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)।
গুলির শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় রুবেলের। আব্বাস ও মিজান মিয়া প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আত্মগোপনে করেছেন। তবে পুলিশ দাবি করছে, রুবেলের মৃত্যু বিএসএফ’র গুলিতেই কিনা নিশ্চিত নয়। খাসিয়াদের ছররা গুলিতে তিন যুবকের হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৯) লালাখাল বিওপি কমান্ডার মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ব্যাটালিয়নের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতীয়দের গুলিতে যুবক নিহত, আহত ২

আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

সিলেট সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলায় পাথর উত্তোলনের সময় সীমান্তে ওপার থেকে আসা গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার লালাখাল সারি নদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রুবেল (২২) পেশায় বারকি পাথর শ্রমিক। তিনি উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, সীমান্তে পাথর উত্তোলনের জন্য গেলে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) গুলি ছোঁড়ে। এতে নিহত হন রুবেল। সঙ্গে আহত হন আরও দুই শ্রমিক। তারা হলেন- উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)।
গুলির শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় রুবেলের। আব্বাস ও মিজান মিয়া প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আত্মগোপনে করেছেন। তবে পুলিশ দাবি করছে, রুবেলের মৃত্যু বিএসএফ’র গুলিতেই কিনা নিশ্চিত নয়। খাসিয়াদের ছররা গুলিতে তিন যুবকের হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৯) লালাখাল বিওপি কমান্ডার মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ব্যাটালিয়নের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।