ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দেশের মাটিতে অলিম্পিক স্বপ্ন শেষ ওসাকার

  • আপডেট সময় : ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক। পদক জেতার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে? কিন্তু জাপানের টেনিস সুপারস্টার নাওমি ওসাকা সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। ২৩ বছর বয়সী ওসাকা ছিলেন টোকিও অলিম্পিকে স্বাগতিকদের সবচেয়ে বড় তারকাদের একজন। এমনকি গত সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশাল প্রজ্বলন করার গুরুদায়িত্বও পান তিনি। অলিম্পিক টেনিসের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার বিপক্ষে সরাসরি সেটে হেরে গেছেন ওসাকা। তিনি হেরেছেন ৬-১, ৬-৪ সেটে। মারকেতা অবশ্য বিশ্ব টেনিসে খুব একটা অপরিচিত নাম নয়। ২০১৯ ফ্রেঞ্চ ওপেনের রানারআপ হয়েছিলেন এই চেক টেনিস তারকা। তার কাছে হেরেই ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো হার্ডকোর্ট ইভেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলেন ওসাকা। অবশ্য ওসাকা একাই নন, টোকিও অলিম্পিকের টেনিস ইভেন্ট থেকে এর আগেও তারকাদের চমকে দেওয়া বিদায় দেখা গেছে। নারী টেনিসের ১ নম্বর তারকা অ্যাশলি বার্টি প্রথম রাউন্ডেই হেরে বসেছিলেন। গতকাল ৩ নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা হেরেছেন দোন্না ভেকিচের বিপক্ষে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দেশের মাটিতে অলিম্পিক স্বপ্ন শেষ ওসাকার

আপডেট সময় : ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : দেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক। পদক জেতার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে? কিন্তু জাপানের টেনিস সুপারস্টার নাওমি ওসাকা সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। ২৩ বছর বয়সী ওসাকা ছিলেন টোকিও অলিম্পিকে স্বাগতিকদের সবচেয়ে বড় তারকাদের একজন। এমনকি গত সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশাল প্রজ্বলন করার গুরুদায়িত্বও পান তিনি। অলিম্পিক টেনিসের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার বিপক্ষে সরাসরি সেটে হেরে গেছেন ওসাকা। তিনি হেরেছেন ৬-১, ৬-৪ সেটে। মারকেতা অবশ্য বিশ্ব টেনিসে খুব একটা অপরিচিত নাম নয়। ২০১৯ ফ্রেঞ্চ ওপেনের রানারআপ হয়েছিলেন এই চেক টেনিস তারকা। তার কাছে হেরেই ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো হার্ডকোর্ট ইভেন্টে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলেন ওসাকা। অবশ্য ওসাকা একাই নন, টোকিও অলিম্পিকের টেনিস ইভেন্ট থেকে এর আগেও তারকাদের চমকে দেওয়া বিদায় দেখা গেছে। নারী টেনিসের ১ নম্বর তারকা অ্যাশলি বার্টি প্রথম রাউন্ডেই হেরে বসেছিলেন। গতকাল ৩ নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা হেরেছেন দোন্না ভেকিচের বিপক্ষে।