ক্রীড়া ডেস্ক : শেষ ধাপে তখনও ৪০ সেকেন্ডের মতো হাতে ছিল ইতালো ফেরেইরার। কিন্তু বোর্ডের ওপর দাঁড়িয়ে পড়লেন; বাহু উঁচিয়ে মাতলেন উদযাপনে। প্রথমবারের মতো অলিম্পিকে যোগ হওয়া সার্ফিংয়ের পুরুষ ক্যাটাগরিতে ব্রাজিলকে সোনার পদক এনে দেওয়ার উচ্ছ্বাস তখন তার সঙ্গী। সুরিগাসাকি সার্ফিং বিচে মঙ্গলবার প্রতিপক্ষের পাশাপাশি দুর্দান্ত সব ভঙ্গিতে চ্যালেঞ্জিং কন্ডিশনের বাধা পেরিয়ে ইতিহাসে নাম লেখালেন ফেরেইরা। জাপানের কানোয়া ইগারাশিকে অনেক পয়েন্টে পেছনে ফেলে জিতে নেন সেরার পদক। নিজের প্রথম ঢেউয়েই বোর্ড ভেঙে ফেলা ফেরেইরা ১৫.১৪ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন। ইগারাশির পয়েন্ট মাত্র ৬.৬০। আর অস্ট্রেলিয়ার ওয়েন রাইট জিতেছেন ব্রোঞ্জ।