ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত, আহত ৫

  • আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও নাদিরা আক্তার (২৩) নামে দুই ভাই-বোন নিহত হয়েছেন। হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে বুধবার শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে ঘুম থেকে ডেকে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাদির গং। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীর নিহত হন। এ সময় গুরুতর আহত নাদিরা (২৩), সালমান (২২), খাদিজা আক্তার (৫৮), শামসুদ্দিনকে (৬২) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। এদিকে এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত, আহত ৫

আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও নাদিরা আক্তার (২৩) নামে দুই ভাই-বোন নিহত হয়েছেন। হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে বুধবার শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে ঘুম থেকে ডেকে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাদির গং। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীর নিহত হন। এ সময় গুরুতর আহত নাদিরা (২৩), সালমান (২২), খাদিজা আক্তার (৫৮), শামসুদ্দিনকে (৬২) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। এদিকে এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।