ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

  • আপডেট সময় : ১২:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলতে হচ্ছে তাকে। বাসায় বসেই তাকে চিকিৎসা নিতে হবে।চিকিৎসকদের পরমর্শে আরও এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে।
রুহুল কবির রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম গতকাল রোববার এসব তথ্য জানান। তিনি জানান, নিবিড় পর্যবেক্ষণে থাকার সময়ে বাইরের লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন না বা মিশতে পারবেন না। বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে, যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দেয়া যায়। রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলেও জানান ডা. রফিকুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সকলের নিকট অনুরোধ করেছেন, এই সময়ে রুহুল কবির রিজভীকে বাসায় গিয়ে কেউ যেন বিরক্ত না করেন। রিজভীর সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন তিনি।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গত ১৭ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে এরপরও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর আজ দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ রুহুল কবির রিজভীর সার্বিক খোঁজ-খবর রাখছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

আপডেট সময় : ১২:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১


নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলতে হচ্ছে তাকে। বাসায় বসেই তাকে চিকিৎসা নিতে হবে।চিকিৎসকদের পরমর্শে আরও এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে।
রুহুল কবির রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম গতকাল রোববার এসব তথ্য জানান। তিনি জানান, নিবিড় পর্যবেক্ষণে থাকার সময়ে বাইরের লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন না বা মিশতে পারবেন না। বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে, যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দেয়া যায়। রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলেও জানান ডা. রফিকুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সকলের নিকট অনুরোধ করেছেন, এই সময়ে রুহুল কবির রিজভীকে বাসায় গিয়ে কেউ যেন বিরক্ত না করেন। রিজভীর সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন তিনি।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গত ১৭ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে এরপরও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর আজ দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ রুহুল কবির রিজভীর সার্বিক খোঁজ-খবর রাখছেন।