ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়

  • আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ শুরুর সময়। জানা গেছে, দিবারাত্রির পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশেষ প্রয়োজনে দুই বোর্ড আলোচনা করে ম্যাচ শুরুর সময় পরিবর্তন করতেও পারে, এমনটাও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ‘এটা তো আগেই চূাড়ন্ত ছিল। সন্ধ্যা ৬টায় শুরু হবে। এখনও সেটাই চূড়ান্ত আছে। চাইলে দুই বোর্ড আলোচনা করে পরিবর্তন করতে পারবে।’ ৩ থেকে ৯ আগস্টের মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ম্যাচগুলি দিবারাত্রির হবে তা আগে জানিয়েছিল বিসিবি। তবে ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিবির মধ্যে। অবশেষে সেটাও চূড়ান্ত হলো। ২০১৭ সালে অস্ট্রেলিয়া শেষবার বাংলাদেশ এসেছিল। সেবার দুই টেস্ট খেলেছিল স্টিভেন স্মিথের দল। এবার শুধুমাত্র টি-টোয়েন্টি খেলবেন তারা। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ২৯ জুলাই বাংলাদেশে আসছে অজিরা। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে তাদের। ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলনে নামবেন ওয়েড-স্টার্করা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার। শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে গেছেন অ্যারণ ফিঞ্চ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়

আপডেট সময় : ০১:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

ক্রীড়া প্রতিবেদক : চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ শুরুর সময়। জানা গেছে, দিবারাত্রির পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশেষ প্রয়োজনে দুই বোর্ড আলোচনা করে ম্যাচ শুরুর সময় পরিবর্তন করতেও পারে, এমনটাও জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ‘এটা তো আগেই চূাড়ন্ত ছিল। সন্ধ্যা ৬টায় শুরু হবে। এখনও সেটাই চূড়ান্ত আছে। চাইলে দুই বোর্ড আলোচনা করে পরিবর্তন করতে পারবে।’ ৩ থেকে ৯ আগস্টের মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ম্যাচগুলি দিবারাত্রির হবে তা আগে জানিয়েছিল বিসিবি। তবে ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিবির মধ্যে। অবশেষে সেটাও চূড়ান্ত হলো। ২০১৭ সালে অস্ট্রেলিয়া শেষবার বাংলাদেশ এসেছিল। সেবার দুই টেস্ট খেলেছিল স্টিভেন স্মিথের দল। এবার শুধুমাত্র টি-টোয়েন্টি খেলবেন তারা। দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ২৯ জুলাই বাংলাদেশে আসছে অজিরা। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে তাদের। ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলনে নামবেন ওয়েড-স্টার্করা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই। সেই তালিকায় আছেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার। শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে গেছেন অ্যারণ ফিঞ্চ।