ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

প্রধানমন্ত্রীর সাহায্য চাইছেন আইসিইউতে চিকিৎসাধীন সেই শুটার

  • আপডেট সময় : ০১:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় দলের শুটার উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাইছে তার পরিবার।
ঈদের দিন রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জাকিয়া। অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। জাকিয়ার সঙ্গে তার বাবা তসলিম উদ্দিনও করোনায় আক্রান্ত হয়েছেন। একই হাসপাতালের কেবিনে আছেন তার বাবা।
হাসপতাল থেকে জাকিয়ার বড় বোনের স্বামী হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাকিয়ার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। ও এখন কথা বলতে পারছে, খেতেও পারছে। অক্সিজেন স্যাচুরেশন আগের চেয়ে বেড়েছে। ফুসফুসের অবস্থাও কিছুটা ভালো।’
এরপরই আকুল আবেদনে তিনি বলেছেন, ‘এখন বেসরকারি হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা ব্যয় চালিয়ে নেওয়া বেশ কঠিন। জাকিয়া যেহেতু জাতীয় দলের শুটার, দেশের হয়ে পদকও জিতেছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তার কাছে সাহায্য চাইছি। যেন জাকিয়ার সাহায্যে এগিয়ে আসেন।’
বিকেএসপিতে শুটিং নিয়ে বেড়ে উঠা জাকিয়া এক যুগের ক্যারিয়ারে কম পদক জেতেননি। ২০০৯ সাল থেকে জাতীয় শুটিং প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সেরাও হয়েছেন। ঘরোয়ার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অংশ নেন ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে। জেতেন রুপা ও ব্রোঞ্জ। এছাড়া ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে নেমেই চতুর্থ হতে হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সাহায্য চাইছেন আইসিইউতে চিকিৎসাধীন সেই শুটার

আপডেট সময় : ০১:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় দলের শুটার উম্মে জাকিয়া সুলতানা টুম্পা। আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাইছে তার পরিবার।
ঈদের দিন রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জাকিয়া। অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। জাকিয়ার সঙ্গে তার বাবা তসলিম উদ্দিনও করোনায় আক্রান্ত হয়েছেন। একই হাসপাতালের কেবিনে আছেন তার বাবা।
হাসপতাল থেকে জাকিয়ার বড় বোনের স্বামী হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাকিয়ার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। ও এখন কথা বলতে পারছে, খেতেও পারছে। অক্সিজেন স্যাচুরেশন আগের চেয়ে বেড়েছে। ফুসফুসের অবস্থাও কিছুটা ভালো।’
এরপরই আকুল আবেদনে তিনি বলেছেন, ‘এখন বেসরকারি হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা ব্যয় চালিয়ে নেওয়া বেশ কঠিন। জাকিয়া যেহেতু জাতীয় দলের শুটার, দেশের হয়ে পদকও জিতেছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তার কাছে সাহায্য চাইছি। যেন জাকিয়ার সাহায্যে এগিয়ে আসেন।’
বিকেএসপিতে শুটিং নিয়ে বেড়ে উঠা জাকিয়া এক যুগের ক্যারিয়ারে কম পদক জেতেননি। ২০০৯ সাল থেকে জাতীয় শুটিং প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সেরাও হয়েছেন। ঘরোয়ার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অংশ নেন ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে। জেতেন রুপা ও ব্রোঞ্জ। এছাড়া ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে নেমেই চতুর্থ হতে হয়েছিল।