ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮৮৯ শনাক্ত, মৃত্যু ৩

  • আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে রোববার (৯ জুলাই) একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।
গতকাল সোমবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭৪ জন ও ঢাকার বাইরের ৩৩১৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৬৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪ হাজার ১৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ হাজার ৫২৫ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ৯৮৯ জন। এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এডিস মশার লার্ভা: চার সরকারি প্রতিষ্ঠানকে জরিমানা ২০ লাখ টাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় কারওয়ান বাজারে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন, পেট্রোবাংলা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও যমুনা অয়েলকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কারওয়ান বাজার এলাকায় আকস্মিক পরিদর্শনে আসেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শনকালে পেট্রোবাংলা ও টিসিবি ভবনের বেজমেন্টের ড্রেনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। পরে অভিযান চলে পাশের যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনে। সেখানে লিফটের জন্য নির্ধারিত খালি জায়গায় পানি জমে ছিল। তাতে পাওয়া যায় মশার লার্ভা। এরপর বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন নামে সরকারি ভবনকেও জরিমানার আওতায় নিয়ে আসে ডিএনসিসি। অভিযানের ফাঁকে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ছে, ঢাকায়ও ব্যাপকতা বেড়েছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক।’
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরও কীভাবে এটা হলো আমরা খতিয়ে দেখব। যারা পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল, তাদের অবহেলায় এটা হতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ চলতি বছর রাজধানীতে এডিস মশার বিস্তার গত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে বেশি হওয়ায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮৮৯ শনাক্ত, মৃত্যু ৩

আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ ডেঙ্গুরোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে রোববার (৯ জুলাই) একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।
গতকাল সোমবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭৪ জন ও ঢাকার বাইরের ৩৩১৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৬৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪ হাজার ১৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭ হাজার ৫২৫ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ৯৮৯ জন। এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এডিস মশার লার্ভা: চার সরকারি প্রতিষ্ঠানকে জরিমানা ২০ লাখ টাকা: ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় কারওয়ান বাজারে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন, পেট্রোবাংলা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও যমুনা অয়েলকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কারওয়ান বাজার এলাকায় আকস্মিক পরিদর্শনে আসেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শনকালে পেট্রোবাংলা ও টিসিবি ভবনের বেজমেন্টের ড্রেনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। পরে অভিযান চলে পাশের যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনে। সেখানে লিফটের জন্য নির্ধারিত খালি জায়গায় পানি জমে ছিল। তাতে পাওয়া যায় মশার লার্ভা। এরপর বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন নামে সরকারি ভবনকেও জরিমানার আওতায় নিয়ে আসে ডিএনসিসি। অভিযানের ফাঁকে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ছে, ঢাকায়ও ব্যাপকতা বেড়েছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক।’
পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরও কীভাবে এটা হলো আমরা খতিয়ে দেখব। যারা পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল, তাদের অবহেলায় এটা হতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ চলতি বছর রাজধানীতে এডিস মশার বিস্তার গত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে বেশি হওয়ায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।