ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রেজা কিবরিয়া ও নুরপন্থিদের সঙ্গে আলাদাভাবে বসবে বিএনপি

  • আপডেট সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের আন্দোলনের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। গতকাল সোমবার (১০ জুলাই) বিকালে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের সঙ্গে আলোচনা করেন দলের সিনিয়র নেতারা। রেজা কিবরিয়া বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। এছাড়া আজ মঙ্গলবার (১১ জুলাই) নুরুল হক নুরের অনুসারী অংশের সঙ্গে কথা বলবে বিএনপি।
গতকাল সোমবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকালে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা করবে বিএনপি। আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এদিন বিকালে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, তিনি নিউ ইয়র্কে থাকায় সংলাপে কর্নেল অব. মশিউজ্জামান ও মো. ফারুক হাসান নেতৃত্ব দেবেন। এদিকে, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর জানান, তাদের অংশের সঙ্গে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ দলের কাউন্সিল থাকায় হচ্ছে না।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের ট্রাফিক নির্দেশনা

রেজা কিবরিয়া ও নুরপন্থিদের সঙ্গে আলাদাভাবে বসবে বিএনপি

আপডেট সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের আন্দোলনের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। গতকাল সোমবার (১০ জুলাই) বিকালে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের সঙ্গে আলোচনা করেন দলের সিনিয়র নেতারা। রেজা কিবরিয়া বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। এছাড়া আজ মঙ্গলবার (১১ জুলাই) নুরুল হক নুরের অনুসারী অংশের সঙ্গে কথা বলবে বিএনপি।
গতকাল সোমবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকালে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা করবে বিএনপি। আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এদিন বিকালে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, তিনি নিউ ইয়র্কে থাকায় সংলাপে কর্নেল অব. মশিউজ্জামান ও মো. ফারুক হাসান নেতৃত্ব দেবেন। এদিকে, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর জানান, তাদের অংশের সঙ্গে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ দলের কাউন্সিল থাকায় হচ্ছে না।