চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের একটি খাদ্যগুদামে দুই প্রহরীর মধ্যে ‘মারামারিতে’ একজনের মৃত্যু হয়েছে। নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটের সরকারি খাদ্যগুদামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত প্রহরীর নাম ওসমান গণি (৪০)। এ ঘটনায় মো. জিয়া নামের অপর প্রহরীকে আটক করেছে পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা বলেন, “দুই প্রহরীর মধ্যে রাতে কথাকাটাকাটি হয়। পরে তারা দুইজন হাতাহাতিতে জড়ায়। সেখানে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জেনেছে।” ডবলমুরিং থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, “মারামারিতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “বৃহস্পতিবার সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার এবং মারামারিতে জড়ানো জিয়া নামের অপর প্রহরীকে আটক করি।” নিহত প্রহরী ওসমান গণির ভাই কলিমউল্লাহ জানান, আহত অবস্থায় ওসমানকে দায়িত্বরত এক আনসার সদস্য হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান।