ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

কোভিড: দিনে শনাক্ত ৮৬ রোগীর ৮০ জনই ঢাকার, মৃত্যু নেই

  • আপডেট সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: দেশে গত একদিনে আরও ৮৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২২৬৬টি নমুনা পরীক্ষা করে এই ৮৬ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ; আগের দিন এই হার ছিল ৫ দশমিক ০৫ শতাংশ। এই নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৮৫৪ জন। মৃত্যের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪৬২ জনই রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৩ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৪৪৫ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৮০ জনই ঢাকার; এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে দুজন করে এবং নরসিংদী ও জয়পুরহাটে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোভিড: দিনে শনাক্ত ৮৬ রোগীর ৮০ জনই ঢাকার, মৃত্যু নেই

আপডেট সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

প্রত্যাশা ডেস্ক: দেশে গত একদিনে আরও ৮৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২২৬৬টি নমুনা পরীক্ষা করে এই ৮৬ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ; আগের দিন এই হার ছিল ৫ দশমিক ০৫ শতাংশ। এই নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৮৫৪ জন। মৃত্যের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪৬২ জনই রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৩ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৪৪৫ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৮০ জনই ঢাকার; এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে দুজন করে এবং নরসিংদী ও জয়পুরহাটে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।